West Bengal Election Results 2024: উত্তরবঙ্গে ‘বেহাল’ বিজেপি, কপালে চিন্তার ভাঁজ নিশীথ-সুকান্তের
North Bengal: গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে ৭ লক্ষ ভোটে এগিয়ে ছিলেন নিশীথ প্রামাণিক। (সকাল ১১টা ১৩ মিনিট) -এর ট্রেন্ড বলছে বিজেপি-র নিশীথ প্রামাণিক পিছিয়ে রয়েছেন। এগিয়ে জগদীশ চন্দ্র বাসুনিয়া। প্রায় ৩ হাজার ২২৫ ভোটে এগিয়ে তৃণমূল।
জলপাইগুড়ি ও বালুরঘাট: বলা উত্তরবঙ্গ বিজেপি-র গড়। সেই উত্তরবঙ্গেই এবার ফুল ফোটাচ্ছে তৃণমূল? কোচবিহারে কিন্তু এগিয়ে তৃণমূল। অর্থাৎ বিজেপি প্রার্থী নীশিথ প্রামাণিককে জোর টক্কর দিচ্ছেন তৃণমূলের জগদীশ চন্দ্র বাসুনিয়া।
গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে ৭ লক্ষ ভোটে এগিয়ে ছিলেন নিশীথ প্রামাণিক। (সকাল ১১টা ১৩ মিনিট) -এর ট্রেন্ড বলছে বিজেপি-র নিশীথ প্রামাণিক পিছিয়ে রয়েছেন। এগিয়ে জগদীশ চন্দ্র বাসুনিয়া। প্রায় ৩ হাজার ২২৫ ভোটে এগিয়ে তৃণমূল।
অপরদিকে, উত্তরবঙ্গের বালুরঘাটে দেখা যাচ্ছে (সকাল ১১টা ১৮ মিনিট) পিছিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার। এগিয়ে গিয়েছেন বিপ্লব মিত্র। অথচ, ২০১৯-এর লোকসভা ভোটে দেখা গিয়েছে সুকান্ত মজুমদার ৫ লক্ষের বেশি ভোটে জিতেছিলেন। এবার সেই কেন্দ্রে কী হয় সেদিকে তাকিয়ে বাংলা। তবে, জলপাইগুড়ি এগিয়ে রয়েছে বিজেপি। ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে পিছনে ফেলে এগিয়ে জয়ন্ত কুমার রায়।