কুয়াশাই কাল! নাইট ডিউটি সেরে ফেরার পথে বিপত্তি পুলিশের, আহত ৩, আশঙ্কাজনক ১

কুয়াশা আর খন্দে ভরা রাস্তা, গাছে ধাক্কা মারল পুলিশের গাড়ি

কুয়াশাই কাল! নাইট ডিউটি সেরে ফেরার পথে বিপত্তি পুলিশের, আহত ৩, আশঙ্কাজনক ১
উদ্ধার করা হয়েছে গাড়িটিকে , নিজস্ব চিত্র

|

Feb 12, 2021 | 11:31 PM

হুগলি: ভোররাতে ডিউটি সেরে ফিরছিলেন চার পুলিশ (Police) কর্মী। শুক্রবার, সকাল ৭ টা নাগাদ গোঘাটের সন্তা এলাকায় পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের গুড়িতে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই উল্টে যায় গাড়িটি। আহত হন তিন পুলিশ (Police) কর্মী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এক জনকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সন্তা এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। প্রশাসনকে একাধিকবার বলেও কোনও লাভ হয়নি। এদিন সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারদিক। তাই এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্বামী বেরিয়ে ছিলেন সান্ধ্য ভ্রমণে, ফিরে এসে দেখলেন বউ-ছেলের অগ্নিদগ্ধ দেহ পড়ে আছে মেঝেতে

জানা গিয়েছে, পুলিশের (Police) গাড়িটি বেশ ভাল গতিতেই যখন আসছিল তখন উল্টোদিক থেকে আসা আরও একটি গাড়ির পাশ কাটাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।আহত চারজনকেই আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেরই চিকিৎসা চলছে।