স্বামী বেরিয়ে ছিলেন সান্ধ্য ভ্রমণে, ফিরে এসে দেখলেন বউ-ছেলের অগ্নিদগ্ধ দেহ পড়ে আছে মেঝেতে
মানসিক ভারসাম্যহীন ছেলে, মানসিক অবসাদে ভুগছিলেন মা। মৃত্যুতেই জুড়াল সকল জ্বালা
হাওড়া: ২৭ বছরের ছেলে। না চলতে পারে, না বসতে পারে। মানসিক ভারসাম্যহীন ছেলের যন্ত্রণায় জেরবার হয়ে ছেলের সঙ্গে নিজের গায়ে আগুন (Fire) লাগিয়ে ‘আত্মঘাতী’ (Suicide) হলেন মা। হাওড়ার যোগমায়া এলাকার ঘটনা।
মৃতা মৌমিতা কুন্ডুর স্বামী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন ঘরে জোরে মিউজিক সিস্টেম বাজছে। আর মেঝেতে অগ্নিদগ্ধ (Fire) হয়ে পড়ে আছেন স্ত্রী মৌমিতা ও ছেলে আবির কুণ্ডু।
স্থানীয়রা জানিয়েছেন, জন্ম থেকেই আবির মানসিক ভারসাম্যহীন। এত বছর ধরে ছেলের যত্ন করতে করতে মৌমিতা মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। এদিন সন্ধ্যায় কখন ঘরের দরজা-জানলা বন্ধ করে মৌমিতা এই কাণ্ডটি (Suicide) ঘটিয়েছেন তা কেউই বুঝতে পারেননি।
আরও পড়ুন: অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করছিলেন প্রসূতি, এটুকুই ‘অপরাধ’, চরম ‘শাস্তি’ দিলেন চিকিৎসক
মৃতার স্বামী ও স্থানীয়দের বয়ানের ভিত্তিতে প্রাথমিক অমুমানের জেরে এই ঘটনাটিকে আত্মহত্যা (Suicide) বললেও খুনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনাই তদন্ত করে দেখছে পুলিশ।