অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করছিলেন প্রসূতি, এটুকুই ‘অপরাধ’, চরম ‘শাস্তি’ দিলেন চিকিৎসক
লেবার পেইনের যন্ত্রণায় চিৎকার করেছিলেন প্রসূতি, ‘শাস্তি’ দিলেন ডাক্তার
বীরভূম: অসহ্য যন্ত্রণায় ছটফট করছিলেন প্রসূতি (Pregnant Lady)। ব্যথার চোটে চিৎকারও করে ফেলেছিলেন কয়েকবার। এটুকুই তাঁর ‘অপরাধ’। আর এই ‘অপরাধের’ শাস্তি দিলেন স্বয়ং চিকিৎসক! প্রসূতিকে চড়-থাপ্পড় মারার অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্দে। ঘটনায় উত্তাল বোলপুর মহকুমা হাসপাতাল।
আসন্ন প্রসবা লাভপুরের বাসিন্দা জেসমিন খাতুন (Pregnant Lady) মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে, তাঁর গর্ভযন্ত্রণা চরমে ওঠে। সেইসময় ব্যথায় চিৎকার করতে থাকেন জেসমিন। ‘হাসপাতালে চিৎকার করা যায় না। আর প্রসব যন্ত্রণায় চিৎকার করা গর্হিত অপরাধ’ এমন দাবিতে জেসমিনকে এলোপাথাড়ি চড়, থাপ্পড় অকথ্য মারধর করেন ওই হাসপাতালের দ্বায়িত্বাধীন চিকিৎসক ব্রতীশ মিত্র।
আরও পড়ুন: নার্সিং ট্রেনিংয়ের পর হাসপাতালে নয়, কাজ জুটছে রাঁধুনীর, কাঠগড়ায় ট্রেনিং সেন্টার
ঘটনার জেরে ব্রতীশের বিরুদ্ধে হাসপাতালের সুপারিন্ডেন্ট বুদ্ধদেব মূর্মূর কাছে অভিযোগ দায়ের করেন জেসমিনের ভাই। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত চিকিৎসক তাঁর বোনের (Pregnant Lady) উপর শারীরিক ও মানসিক অত্যাচার করেন। হাসপাতাল সূত্রে খবর, এই অভিযোগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে, হাসপাতাল সুপারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর করেননি।