অবরোধের জেরে প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকল গুরাপের ২৩ নম্বর রোড, ভোগান্তিতে যাত্রীরা

 সকাল সাড়ে ন’টা থেকে অবরোধে বসেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাখানের বন্ধ থাকে গুরাপের ২৩ নম্বর রোড।

অবরোধের জেরে প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকল গুরাপের ২৩ নম্বর রোড, ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 23, 2021 | 7:32 PM

হুগলি: এলাকায় দু’-দুটি মদের কারখানা। দূষিত জলের (Water Pollution) প্রভাবে জেরবার চুঁচুড়ার মহানাদ এলাকার বাসিন্দা। বাধ্য হয়েই মঙ্গলবার সকালে বিক্ষোভে (Protest) সামিল হলেন তাঁরা। বিক্ষোভের জেরে প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকল চুঁচুড়ার গুরাপের ২৩ নম্বর রোড।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দুটি মদের কারখানা থেকে বিষাক্ত জল (Water Pollution) নিষ্কাশন হয়। সেই জল (Water Pollution) ছড়িয়ে পড়ে চাষের জমিতে। ফলে ক্ষতি হচ্ছে চাষের। এছাড়াও, সেই জল পান করছে পোষ্য গবাদি পশুর দল। অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুও ঘটছে। দীর্ঘদিন প্রশাসনকে বলেও কোনও পদক্ষেপ করা হয়নি। বাধ্য হয়েই তাই মঙ্গলবার সকালে পথ অবরোধে (Protest) নামেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: শাসক শিবিরের ‘খেলা হবে’ বনাম বামেদের ‘টু্ম্পা সোনা’, দেওয়াল লিখনের জেরে টানটান চন্দ্রকোণা

সকাল সাড়ে ন’টা থেকে অবরোধে বসেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাখানের জন্য  বন্ধ থাকে গুরাপের ২৩ নম্বর রোড। উল্লেখ্য, এই রোডটি একদিকে পূর্ব বর্ধমান, অন্যদিকে তারকেশ্বরের রাস্তার সংযোগস্থলও। এদিন, দীর্ঘক্ষণ বন্ধ থাকে রাস্তাটি। অবরোধের জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশি হস্তক্ষেপে অবশেষে অবরোধ ওঠে।