শাসক শিবিরের ‘খেলা হবে’ বনাম বামেদের ‘টু্ম্পা সোনা’, দেওয়াল লিখনের জেরে টানটান চন্দ্রকোণা
দেওয়াল লিখনের জেরে রীতিমতো উত্তপ্ত চন্দ্রকোনা। চন্দ্রকোনার পৌর এলাকার সিপিএম নেতা সুস্মিত হালদার বলেছেন, "প্রার্থী ঘোষণা হয়নি। প্রাথমিক স্তরে আমাদের দাবি দাওয়াগুলি মাথায় রেখেই আমরা দেওয়াল লেখার কাজ শুরু করেছি।"
পশ্চিম মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। প্রয়োজনে চলছে জনপ্রিয় গানের (Song) প্যারোডি ব্যবহারও। এ বার, প্রার্থী ঘোষণার আগেই প্যারোডি গানের কথা উঠে এল দেওয়াল লিখনে। চন্দ্রকোণার দেওয়ালে দেওয়লে এবার ছেয়ে গেল বামেদের (CPIM) ‘টু্ম্পা সোনা’ প্যারোডি (Parody), নয়া সংযোজন ‘বেলা বোস’।
দলত্যাগী শুভেন্দু অধিকারী দল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই তৃণমূলের (TMC) তরফে চন্দ্রকোণার প্রত্যন্ত গ্রামগুলির দেওয়ালে শুভেন্দুর উদ্দেশে লেখা হয়েছিল, ‘মীরজাফর নিপাত যাক’। পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপিও। এ বার গ্রাম ছাড়িয়ে চন্দ্রকোণায় বিজেপির পাশাপাশি দেওয়াল লিখনে নেমে পড়েছে তৃণমূল ও বাম-কংগ্রস (CPIM)।
আরও পড়ুন: ‘খেলা হবে’, ‘টুম্পা সোনা’ থেকে ‘পিসি যাও,’ বঙ্গ ভোটে তৃণমূল-বাম-বিজেপির গান-যুদ্ধ
সম্প্রতি, বহু চর্চিত ‘টুম্পা সোনা’র প্যারোডি (Parody) তৈরি করেছে বাম সংগঠন (CPIM)। সেই গানের ছবিই এ বার চন্দ্রকোণার পৌর এলাকার দেওয়ালেও। সঙ্গে, জনপ্রিয় ‘বেলা বোস’ গানটির কার্টুন এঁকে বলা হয়েছে, ‘দিদি করে নিক বিয়ে, মোদীর যুগে চাকরি নেই’। আবার কোথাও লেখা হয়েছে, তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’, তার পাল্টা বাম সংগঠনগুলির তরফে লেখা হয়েছে, ‘ফুল বদলে লাভ কী? মুখ তো সব একই’।
আরও পড়ুন: আসন রফা নিয়ে সিদ্দিকির প্রস্তাব কাঁটা! বাম কংগ্রেসের জোট বৈঠক এড়াতে চলেছেন মান্নান?
দেওয়াল লিখনের জেরে রীতিমতো উত্তপ্ত চন্দ্রকোণা। চন্দ্রকোণার পৌর এলাকার সিপিএম নেতা সুস্মিত হালদার বলেছেন, “প্রার্থী ঘোষণা হয়নি। প্রাথমিক স্তরে আমাদের দাবি দাওয়াগুলি মাথায় রেখেই আমরা দেওয়াল লেখার কাজ শুরু করেছি। মানুষের কথাই আমাদের দেওয়াল লেখায় উঠে এসেছে।”
আরও পড়ুন: মাদক কাণ্ড: ‘আজ যেতে পারছি না’, লালবাজারে ইমেল করে জানালেন রাকেশ সিং
স্থানীয় তৃণমূল নেতা জানিয়েছেন, সারা বাংলার মানুষের জন্য তৃণমূল নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন সেই কথাই উঠে এসেছে দেওয়ালে। সেখানে বাম-কংগ্রেস বা অন্য কোনও দলের কোনও দেওয়াল লিখনই প্রভাব ফেলতে পারবে না। উন্নয়নের নিরিখে তৃণমূলই জিতবে দাবি স্থানীয় শাসক শিবিরের।