সকালে এসে দোকানদার দেখলেন খাঁ খাঁ করছে দোকান, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল আসল ছবি

tista roychowdhury |

Feb 11, 2021 | 5:56 PM

পরপর ৬টি দোকান থেকে উদ্ধার লক্ষাধিক টাকার জিনিস

সকালে এসে দোকানদার দেখলেন খাঁ খাঁ করছে দোকান, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল আসল ছবি
প্রতীকী ছবি

Follow Us

হুগলি: এক রাতে পরপর ৬ টি দোকানে চুরির (stealing) ঘটনায় চাঞ্চল্য খানাকুলে। বুধবার গভীর রাতে, পরপর ছয়টি দোকানের তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই ছবি।

বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে, পরপর ৬ টি দোকানের দোকানদার দেখেন, দোকানের তালা ভাঙা। খাঁ খাঁ করছে দোকান। রামনগর পেট্রোল পাম্প সংলগ্ন একটি অনলাইন পরিষেবা,একটি ট্রাভেলস সহ আশেপাশের ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির (stealing) ঘটনা বুঝতে পেরে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: এক রাতেই ৩ গৃহস্থের বাড়িতে হানা সিধেল চোরের , লোপাট গয়না, নগদ টাকা

পুলিশ সূত্রের খবর, গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে। যদিও, স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যে চুরির (stealing) ছবি পাওয়া গিয়েছে তা জমা দিলেও তা নিয়ে বিশেষ তৎপরতা দেখায়নি পুলিশ। এর জেরে বৃহস্পতিবার সকালে খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখান রামনগর ব্যবসায়ী সমিতির সদস্যরা। যদিও পুলিশ জানিয়েছে, দোষীদের খোঁজ চলছে। ধরা পড়লেই তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

 

 

Next Article