পরপর দুটি এটিএমে লুঠের চেষ্টা, সিসিটিভির দৌলতে ২৪ ঘণ্টাতেই সমাধান

tista roychowdhury |

Feb 14, 2021 | 2:06 PM

এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনিবার রাতের মধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে ধূপগুড়ি থানার পুলিশ।

পরপর দুটি এটিএমে লুঠের চেষ্টা, সিসিটিভির দৌলতে ২৪ ঘণ্টাতেই সমাধান
নিজস্ব চিত্র

Follow Us

জলপাইগুড়ি: এক রাতেই পরপরল দুটি এটিএমে (ATM) লুঠের চেষ্টা। পুলিশি তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজের দৌলতে পাকড়াও দুই দুষ্কৃতী।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে, টাকা লুঠ করতে ধূপগুড়ির দুটি এটিএমে পরপর হামলা চালায় দুই দুষ্কৃতী। শুধুমাত্র এটিএমের (ATM)  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনিবার রাতের মধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে ধূপগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত দুই দুষ্কৃতীর নাম বিক্রম বিশ্বাস ও আলিয়াস উর্ম চন্দ্র। দুজনেই স্থানীয় বাসিন্দা। এর মধ্যে বিক্রম ধূপগুড়ির এবং আলিয়াস বানারহাটের বাসিন্দা।

আরও পড়ুন: অভিনব কায়দায় এটিএম লুঠ, নাটকীয় পন্থায় পাকড়াও তিন দুষ্কৃতী

ধূপগুড়ি থানার আইসি সুজয় দুঙ্গা জানিয়েছেন, অভিযুক্তদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের উপর ভারতীয় দণ্ডবিধির ৩৯২, ৪৬১, ৪৭২ ও ৫২১ নং ধারা জারি হয়েছে। মাত্র একদিনে ঘটনার কিনারা করতে খুশি জেলা পুলিশও।

আরও পড়ুন: ভ্যানিশিং কালি ভ্যানিশ করে দিল অ্যাকাউন্টের টাকা, মাথায় হাত ব্যবসায়ীর

উল্লেখ্য, মাস কয়েক আগে ধূপগুড়িতে এটিএম (ATM) লুঠ করেছিল বিহারের কুখ্যাত দুষ্কৃতীদের একটি দল। শুক্রবারের ঘটনায় অভিযুক্তদের পেছনে বিহারের সেই দলটি থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

 

 

Next Article