বাড়ির বিছানা থেকে উধাও ১১ দিনের শিশু, নেপথ্যে ‘তন্ত্রযোগ’, আশঙ্কা স্থানীয়দের
শ্বশুর বলেছেন, ‘ভগবানের দান ভগবান ফিরিয়ে নিয়েছেন। কারুর শত্রুতা থাকলে আমার সঙ্গে থাকুক।’
জলপাইগুড়ি: এগারো দিনের শিশুটিকে (New Born) বিছানায় রেখে বাইরে উঠোন পরিষ্কার করছিলেন মা। মাত্র দশ মিনিটের মধ্যে ঘর থেকে উধাও শিশু (New Born) । এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রানী কামাত গ্রামে।
শিশুর মা জানিয়েছেন, বুধবার সকালে, এগারো দিনের কন্যা সন্তানকে ঘরে রেখে বাইরে উঠোন পরিষ্কার করেছিলেন তিনি। তাঁর শাশুড়ি সেই সময় ঘরের অন্য কাজেই ব্যস্ত ছিলেন। এই পরিস্থিতিতে কী করে শিশুটি লোপাট হয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন।
স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে ওই বাড়িতে এক তান্ত্রিক মহিলার আবির্ভাব হয়। তাঁর যথার্থ সেবাও করেছিলেন ওই পরিবার। স্থানীয়দের আশঙ্কা শিশুটিকে লোপাট করার পেছনে ওই তান্ত্রিক মহিলারই হাত আছে।
আরও পড়ুন: বেড়াতে যেতে ‘না’ যৌনকর্মীর, পেটে-হাতে ভোজালির কোপ ব্যক্তির
মহিলার শ্বশুর বলেছেন, ‘ভগবানের দান ভগবান ফিরিয়ে নিয়েছেন। কারুর শত্রুতা থাকলে আমার সঙ্গে থাকুক।’ বৃদ্ধের এই কথাতেই শিশু (New Born) লোপাটকে কেন্দ্র করে বেড়েছে ধোঁয়াশা। বিশেষ করে কন্যাসন্তান হওয়ায় শিশুটির মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা।
পরিবারের তরফে কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনাই তদন্ত করে দেখছে পুলিশ।