বেড়াতে যেতে ‘না’ যৌনকর্মীর, পেটে-হাতে ভোজালির কোপ ব্যক্তির
আহত যৌনকর্মী জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁর দীর্ঘদিনের ‘কাস্টমার’।
পশ্চিম মেদিনীপুর: ভরদুপুরে যৌনপল্লিতে ঢুকে যৌনকর্মীকে (Prostitute) ভোজালির কোপ মারলেন এক ব্যক্তি। খড়গপুরের কৌশল্যা এলাকায় বুধবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে।
আহত যৌনকর্মী (Prostitute) জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁর দীর্ঘদিনের ‘কাস্টমার’। বুধবার দুপুরে ওই ব্যক্তি আহত দেহ ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে আসেন। তখন, তাঁকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন ওই অভিযুক্ত। কিন্তু ওই যৌনকর্মী সেই প্রস্তাব নাকচ করেন।
এই নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হলে আচমকাই ওই ব্যক্তি ভোজালি বের করে কোপাতে শুরু করেন। এলোপাথাড়ি কোপে ওই কর্মীর পেটে ও হাতে আঘাত লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই কর্মী (Prostitute)। তাঁকে খড়গপুর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: দেওরের খোঁজে এসে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা প্রতিবেশীর
খড়গপুর পুলিশ সূত্রে খবর, আহত কর্মীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।