এক বস্তা ধান নিয়ে তৃণমূল নেতার দোকানের দিকে ছোটে দাঁতাল, তারপর ভয়াবহ অবস্থা

tista roychowdhury |

Feb 14, 2021 | 10:49 AM

দাঁতালের আক্রমণে পর্যুদস্ত গ্রামবাসী। জঙ্গলে খাবার না পেয়েই লোকালয়ে আসছে বুনো হাতি। অভিযোগ স্থানীয়দের।

এক বস্তা ধান নিয়ে তৃণমূল নেতার দোকানের দিকে ছোটে দাঁতাল, তারপর ভয়াবহ অবস্থা
দাঁতালের দাপটে ভেঙে যাওয়া রান্নাঘর, নিজস্ব চিত্র

Follow Us

জলপাইগুড়ি: খাবারের সন্ধানে লোকালয়ে এসে গৃহস্থের রান্নাঘর ও তৃণমূল নেতার দোকান তছনছ করল এক দাঁতাল (Elephant)। সোমবার গভীর রাতে ধূপগুড়ির সাঁকোয়াঝোরাতে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার গভীর রাতে সোনাখালী জঙ্গল থেকে একটি দলছুট হাতি (Elephant) লোকালয়ে চলে আসে। খাবার খুঁজতে ধীরেন রায় নামে স্থানীয় এক ব্যক্তির রান্নাঘরে হানা দেয় দাঁতালটি। হাঁড়ির ভাত খেয়ে গোটা রান্নাঘর গুড়িয়ে ভেঙে দেয় হাতিটি। ভাঙচুরের আওয়াজ পেয়ে স্থানীয়দের ফোন করে খবর দেন ধীরেন। সকলে মিলে দাঁতালটিকে তাড়া করতেই সে এক বস্তা ধান শুঁড়ে পেঁচিয়ে নিয়ে বেরিয়ে যায় এবং স্থানীয় তৃণমূল নেতা গোপাল চক্রবর্তীর দুটি দোকানের শাটারে ধাক্কা মারে। ক্ষতিগ্রস্ত হয় দোকানের অংশবিশেষ।

স্থানীয়দের অভিযোগ, জঙ্গলে পর্যাপ্ত খাবার না পেয়েই বারবার জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয়ে হামলা চালাচ্ছে হাতিরা (Elephant)। বনদফতরের কাছে ক্ষতি পূরণের দাবিও করেছেন তাঁরা। তৃণমূল নেতা গোপাল চক্রবর্তী জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি আবিষ্কার করেন তাঁর দোকানের শাটার তছনছ করা হয়েছে। বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানও। তিনি আরও জানান, দাঁতালের (Elephant) দাপটে স্থানীয় ধীরেন রায়ের ঘরের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা যেন ঠিক করার ব্যবস্থা করে বন দফতর।

আরও পড়ুন: সকালে চা-বাগানে হঠাৎ হুঙ্কার, বন দফতরের ফাঁদে ধরা পড়ল আরও এক পূর্ণবয়স্ক চিতাবাঘ

বন দফতর সূত্রে মোরাঘাটের রেঞ্জার রাজকুমার পাল জানান,বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রমাণস্বরূপ আবেদন করলে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যাবস্থা করা হবে।

 

 

Next Article