জলপাইগুড়ি : নাগরাকাটার চা-বাগানে বন দফতরের তৎপরতায় খাঁচা বন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ (Cheetah)। বেশ কিছুদিন ধরেই ভগতপুর চা বাগানের শ্রমিক বস্তিতে আনাগোনা বেড়েছিল চিতাবাঘের। এ নিয়ে আতঙ্কে ছিলেন শ্রমিকরা। চা বাগানের তরফেই বিষয়টি বন দফতরকে জানানো হয়।
বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে ৭ টা নাগাদ চা বাগানের কোঠি লাইনে ছাগলের টোপ দিয়ে খাঁচা বন্দি করা হয় চিতাবাঘটিকে (Cheetah)। ৪ টি বাগানে পৃথক ভাবে টোপ দিয়ে ১০ টি খাঁচা পেতেছিলেন বন দফতরের কর্মীরা। তারই একটিতে ধরা পড়ে চিতাবাঘটি (Cheetah)। এই নিয়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে দুটি চিতাবাঘ খাঁচা বন্দি হল।
আরও পড়ুন : ‘‘নোবেল পাবেন মমতা’’, মুখ্যমন্ত্রীকে রবীন্দ্রনাথ, বঙ্কিমের উত্তরসূরী বললেন দোলা সেন
চা বাগানে শ্রমিক পট্টিতে এভাবে চিতাবাঘের আনাগোনা বাড়াতে রীতিমতো শঙ্কিত স্থানীয়রা। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, চা বাগান চিতাবাঘের সন্তান প্রসবের জন্য অত্যন্ত নিরাপদ স্থান। শুধু তাই নয়, খুব সহজেই এখানে শিকার পাওয়া যায়। তাই ক্রমশই জঙ্গলের থেকে বেশি চা বাগানে তারা আস্তানা বানায়।
আরও পড়ুন : বাড়ির সামনেই মুখ থুবড়ে পড়ে নিথর মা, পাশেই দু’বছরের মেয়ে! উঠে এল সোনার চেন তত্ত্ব
জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, ‘চিতাবাঘটিকে (Cheetah) উদ্ধার করে প্রথমে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে শারীরিক পরীক্ষার পর সুস্থ প্রমাণিত হলে তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’