ফের লোকালয়ে বন্যেরা, বাইসনের তাণ্ডবে আতঙ্কিত চামুর্চি চা-বাগানের শ্রমিকরা

tista roychowdhury |

Feb 11, 2021 | 5:40 PM

বারবার বন্যপ্রাণীর এভাবে লোকালয়ে বেরিয়ে আসাতে রীতিমতো ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। জঙ্গলের স্বাভাবিক পরিবেশ নষ্ট এবং খাদ্য সংকট হওয়ার কারণেই বন্যপ্রাণীগুলো লোকালয়ে চলে আসছে বলে দাবি পরিবেশ কর্মীদের।

ফের লোকালয়ে বন্যেরা, বাইসনের তাণ্ডবে আতঙ্কিত চামুর্চি চা-বাগানের শ্রমিকরা
ফাইল ছবি

Follow Us

জলপাউগুড়ি: ফের লোকালয়ে বন্যের তাণ্ডব। বৃহস্পতিবার সকাল থেকে ডুয়ার্সের চামুর্চির চা বাগানে তাণ্ডব চালাচ্ছে দুটি বাইসন (Bison)। উদ্বিগ্ন চা বাগানের শ্রমিকরা।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে কাজে গিয়ে হঠাৎই বাইসন দুটিকে নজরে পড়ে চা-শ্রমিকদের। বাগান-সংলগ্ন রেতি জঙ্গল থেকেই কোনওভাবে বাইসন (Bison) দুটি বেরিয়ে এসেছে বলে অনুমান স্থানীয়দের। বাইসনের দেখা পেয়েই বাগান কর্তৃপক্ষকে গোটা ঘটনা জানিয়েছেন শ্রমিকরা।

আরও পড়ুন: অনিয়ন্ত্রিত গাড়ি, ফের আহত চিতাবাঘ

ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের কর্মীরা। বনকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় ইতিমধ্যে একটি বাইসনকে (Bison) জঙ্গলে ফেরানো সম্ভব হলেও অন্যটি এখনও বাগানেই রয়েছে। অনেকেই বাইসন দেখতে ভিড় জমিয়েছেন। আর তাতেই আরও বেশি করে বাইসনটিকে জঙ্গলে ফেরাতে সমস্যা হয়েছে।

বারবার বন্যপ্রাণীর এভাবে লোকালয়ে বেরিয়ে আসাতে রীতিমতো ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। জঙ্গলের স্বাভাবিক পরিবেশ নষ্ট এবং খাদ্য সংকট হওয়ার কারণেই বন্যপ্রাণীগুলো লোকালয়ে চলে আসছে বলে দাবি পরিবেশ কর্মীদের।

আরও পড়ুন:  এক বস্তা ধান নিয়ে তৃণমূল নেতার দোকানের দিকে ছোটে দাঁতাল, তারপর ভয়াবহ অবস্থা

বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় জানান, একটি বাইসন (Bison) ফিরলেও অন্যটিকে ফেরানোর চেষ্টা চলছে।

Next Article