Bengal Weather: বাংলার গা ঘেঁষে নিম্নচাপ, ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস, কবে কাটবে দুর্যোগ?

Bengal Weather: পুজোর আগে মহা দুর্যোগের মুখে বাংলা। ছত্তিশগঢ় পৌঁছে ইউটার্ন নিয়ে ফের বাংলার গায়ের কাছে যেন ঘেঁষে আসছে নিম্নচাপ। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

Bengal Weather: বাংলার গা ঘেঁষে নিম্নচাপ, ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস, কবে কাটবে দুর্যোগ?
কলকাতায় আবহাওয়াImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 9:55 AM

কলকাতা: পুজোর আগে মহা দুর্যোগের মুখে বাংলা। ছত্তিশগঢ় পৌঁছে ইউটার্ন নিয়ে ফের বাংলার গায়ের কাছে যেন ঘেঁষে আসছে নিম্নচাপ। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। গতকাল রাত থেকে একনাগাড়ে চলছে বৃষ্টি। আজ সারাদিন বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এ দিন কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকবে। তার জেরে যানজটের সমস্যায় পড়তে হতে পারে সাধারণকে।

পুজোর আগে মহা দুর্যোগের মুখে বাংলা। ছত্তিশগঢ় পৌঁছে ইউটার্ন নিয়ে ফের বাংলার গায়ের কাছে যেন ঘেঁষে আসছে নিম্নচাপ। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। গতকাল রাত থেকে একনাগাড়ে চলছে বৃষ্টি। আজ সারাদিন বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এ দিন কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকবে। তার জেরে যানজটের সমস্যায় পড়তে হতে পারে সাধারণকে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি শহরতলির নিচু জায়গায় জমবে জল। একই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ দিনও চরম ভোগান্তিতে পড়তে হতে পারে সাধারণ মানুষকে।

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি বজায় থাকবে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং,কোচবিহার,মালদহ,দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। আগামিকাল ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার থেকে অনুকূল হতে পারে পরিস্থিতি।