নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা অ্যাম্বুল্যান্সের, ঘটনাস্থলেই মৃত্যু একজনের, পলাতক চালক

স্থানীয়দের অনুমান, চালক ‘নেশাচ্ছন্ন’ ছিলেন বা ঘুমিয়ে পড়েছিলেন। তাই নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মেরে বসেন। 

নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা অ্যাম্বুল্যান্সের, ঘটনাস্থলেই মৃত্যু একজনের, পলাতক চালক
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 11:39 AM

মালদা : নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে বেকায়দা ধাক্কা অ্যাম্বুলেন্সের (Ambulance)। ঘটনাস্থলেই মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকাল ৬ টা নাগাদ গাজোলের কদুপাড়া মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি (Ambulance) হঠাৎই গতি হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান একজন। পলাতক অ্যাম্বুল্যান্সের চালক। স্থানীয়দের অনুমান, চালক ‘নেশাচ্ছন্ন’ ছিলেন বা ঘুমিয়ে পড়েছিলেন। তাই নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মেরে বসেন।

আরও পড়ুন : ব্লু-ফিল্মের শুটিং মালদায়! প্রায় নগ্ন অবস্থায় হাতেনাতে ধরা পড়লেন দুই মহিলা

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় মৃত ব্যক্তি আব্দুল হালিম রতুয়ার বাসিন্দা। বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি নিজের এক আত্মীয়কে কলকাতার হাসপাতালে ভর্তি করে অ্যাম্বুলেন্সেই (Ambulance) ফিরছিলেন। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহটি। পলাতক চালককে খুঁজছে পুলিশ।