কালর্ভাটের নীচ থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থী ভারতীর দেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

tista roychowdhury |

Feb 13, 2021 | 5:30 PM

ভাল ছাত্রী বলে রীতিমতো সুনাম ছিল ভারতীর। এ বছর তার মাধ্যমিক দেওয়ার কথা ছিল।

কালর্ভাটের নীচ থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থী ভারতীর দেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
সেই কালান্তক কালভার্ট, নিজস্ব চিত্র

Follow Us

মালদা: কালভার্টের নীচ থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত মৃতদেহ (Dead Body)। শনিবার সকালে, পোপড়া এলাকায়, ওই পড়ুয়ার বাড়ি থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে তার মৃতদেহ (Dead Body) আবিষ্কার করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, মৃতা ভারতী হেমব্রম পোপড়া হাইস্কুলের ছাত্রী। ভারতীর বাবা মারা গিয়েছেন। মা অন্যের জমিতে শ্রমিকের কাজ করে। ভাল ছাত্রী বলে রীতিমতো সুনাম ছিল ভারতীর। এ বছর তার মাধ্যমিক দেওয়ার কথা ছিল। স্থানীয়দের অনুমান, ভারতীকে কেউ খুন করে কালভার্টে ফেলে রেখে গিয়েছে।

আরও পড়ুন: অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করছিলেন প্রসূতি, এটুকুই ‘অপরাধ’, চরম ‘শাস্তি’ দিলেন চিকিৎসক

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে দু্র্ঘটনা বলে মনে হলেও আত্মহত্যা বা খুনের জল্পনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। জানা গিয়েছে, ইদানিং ভারতীর সঙ্গে স্থানীয় একটি ছেলের সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Next Article