রাত পর্যন্ত চলছিল কাজ, কৈফিয়ৎ চাইতে গিয়ে সরকারি আধিকারিককে ‘মারধর’, কাঠগড়ায় তৃণমূল নেতা

রাত পর্যন্ত কাজ করছিলেন সুশান্ত। মার খেলেন তৃণমূল নেতার কাছে।

রাত পর্যন্ত চলছিল কাজ, কৈফিয়ৎ চাইতে গিয়ে সরকারি আধিকারিককে ‘মারধর’, কাঠগড়ায় তৃণমূল নেতা
প্রতিবাদে সামিল ব্লক কর্মী ও আধিকারিকরা, নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 11, 2021 | 9:14 PM

মালদা: রাত সাড়ে ন’টা পর্যন্ত অফিসে বসে কাজ করছিলেন সরকারি আধিকারিক। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও কাজ করতে দেখে খোঁজ নিতে যান স্থানীয় জেলা তৃণমূলের (TMC) সম্পাদক ও তাঁর অনুগামীরা। দুই তরফে বাক্য বিনিময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই আধিকারিককে তৃণমূল কর্মীরা মারধর করেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ছবি। উত্তেজনা পুরনো মালদার ব্লক অফিসে।

আক্রান্ত মালদা পুরনো ব্লকের সাব অ্যাসিস্ট্যান্ট সুশান্ত দাসের অভিযোগ, বুধবার রাত সাড়ে নটা পর্যন্ত অফিস রুমে বসে কাজ করছিলেন তিনি। সেই সময় অফিসে আসেন স্থানীয় তৃণমূল (TMC) জেলা সম্পাদক বাবলা মাইতি ও তাঁর অনুগামীরা। রাত পর্যন্ত কেন অফিস খোলা তার কৈফিয়ৎ চান বাবলাবাবু। এই নিয়ে সুশান্তবাবুর সঙ্গে বচসা চরমে উঠলে তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা সুশান্তবাবুকে বেধড়ক মারধোর করেন।

আরও পড়ুন: অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করছিলেন প্রসূতি, এটুকুই ‘অপরাধ’, চরম ‘শাস্তি’ দিলেন চিকিৎসক

এই ঘটনার জেরে, বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি ঘোষণা করে ব্লকের অন্যান্য কর্মীরা। বাবলা মাইতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগও দায়ের করেন ব্লকের কর্মীরা। কর্মবিরতির জেরে ভোগান্তিতে পড়েন মানুষ।

ব্লক কর্মীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল (TMC) নেতা বাবলা মাইতি পাল্টা অভিযোগ করে জানিয়েছেন, সরকারি নিয়ম লঙ্ঘন করে সুশান্ত বাবু ঠিকাদারদের সঙ্গে অফিসে বৈঠক করছিলেন। যা সম্পূর্ণ অবৈধ। সেইজন্যেই তিনি সুশান্তবাবুকে জিজ্ঞাসাবাদ করেন। শুধু তাই নয়, তৃণমূল নেতার আরও অভিযোগ সুশান্ত বাবু দীর্ঘদিন ধরেই সরকারি পদাধিকারি হয়ে বেআইনি কাজে লিপ্ত।

মালদা পুলিশ সূত্রে খবর, উভয় পক্ষের বয়ানই খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। গোটা ঘটনাই তদন্ত করে দেখবে পুলিশ।