দেওরের খোঁজে এসে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা প্রতিবেশীর

tista roychowdhury |

Feb 17, 2021 | 7:58 PM

নির্যাতিতা বধূর আরও অভিযোগ, অনেকদিন থেকেই তাঁর উপরে ‘কু-নজর’ ছিল ওই যুবকের।

দেওরের খোঁজে এসে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা প্রতিবেশীর
প্রতীকী চিত্র।

Follow Us

মালদা: বাড়িতে সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে গৃহবধূকে আমবাগানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের (Rape) চেষ্টা করল প্রতিবেশী যুবক। অভিযুক্ত যুবকের শাস্তির বিরুদ্ধে সরব ইংরজবাজারের জোতবসন্ত গ্রাম।

আক্রান্ত মহিলার অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় নিজেরা পাঁচ মাসের সন্তানকে নিয়ে বাড়িতে একাই ছিলেন তিনি। সেই সময়, প্রতিবেশী যুবক অভিজিৎ চৌধুরী বধূর দেওরের খোঁজে বাড়িতে আসেন। বাড়িতে কেউ নেই শুনে আচমকাই মহিলার মুখে কাপড় চাপা দিয়ে জোর করে তাঁকে টেনে আমবাগানে নিয়ে যান অভিযুক্ত অভিজিৎ। সেখানে তাঁর উপর চড়াও হয়ে ধর্ষণের (Rape) চেষ্টা করেন অভিজিৎ। কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসেন তিনি।

নির্যাতিতা বধূর আরও অভিযোগ, অনেকদিন থেকেই তাঁর উপরে ‘কু-নজর’ ছিল ওই যুবকের।

আরও পড়ুন: গভীর রাতে স্বামী-স্ত্রীর শোয়ার ঘরে ঢুকল প্রতিবেশী, তারপর যা ঘটল…

পুলিশ সূত্রে খবর, ইংরেজবাজার থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে বধূর পরিবার। বুধবার সকালে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও হয়েছে। খবর দেওয়া হয়েছে মহিলার স্বামীকেও। জানা গিয়েছে, তিনি ভিন রাজ্যে কর্মরত। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক।

 

 

 

Next Article