গেরুয়া শিবিরের ধিক্কার মিছিলের পরেই পুড়ল জোড়াফুলের পতাকা, উত্তেজনা গয়েশপুরে

tista roychowdhury | Edited By: সুমন মহাপাত্র

Mar 13, 2021 | 8:27 PM

শুক্রবার বিকেলে, গয়েশপুরে মিছিল করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

গেরুয়া শিবিরের ধিক্কার মিছিলের পরেই পুড়ল জোড়াফুলের পতাকা, উত্তেজনা গয়েশপুরে
প্রতীকী ছবি।

Follow Us

নদিয়া: যতই এগোচ্ছে নির্বাচন, ততই উত্তপ্ত হয়ে উঠছে জেলা রাজনীতি। এবার, তৃণমূলের (TMC) দলীয় পতাকা পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গয়েশপুরের ৭ নম্বর ওয়ার্ড।

শনিবার সকালে, জায়গায় জায়গায় ঘাসফুলের পতাকার পোড়া টুকরো আবিষ্কার করেন তৃণমূল (TMC) কর্মীরা। এই ঘটনার পেছেনে গেরুয়া শিবিরের হাত আছে বলে অভিযোগ শাসক শিবিরের।

শুক্রবার বিকেলে, গয়েশপুরে মিছিল করেন রানাঘাটের বিজেপি (BJP) সাংসদ জগন্নাথ সরকার। সেই মিছিলের শেষে কর্মীদের উদ্দেশে ‘নরম-গরম’ বক্তব্যও রাখেন জগন্নাথ। ওইদিনই গভীর রাতে কেউ বা কারা তৃণমূলের পতাকা পুড়িয়েছে বলে অভিযোগ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, নির্বাচনী বৈতরণি পার করতে ইচ্ছে করে বিজেপি (BJP) সমর্থকরা এই কাজ করেছে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবিও করেছেন তাঁরা।

আরও পড়ুন: রুটিরুজির ‘সহজ কথা’ বলতে আজ সিঙ্গুরে সৃজন

অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, পতাকা পোড়ানোর সংস্কৃতি বিজেপির নয়। প্রয়োজনে সিসিটিভি চেক করা হোক। শুধু তাই নয়, নিরপেক্ষ তদন্তের দাবিও করেন স্থানীয় বিজেপি নেতা। যদিও এই ঘটনায় সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে যোগাযোগ করেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাসক শিবিরের পক্ষ থেকে কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনাই তদন্ত করে দেখছে পুলিশ।

Next Article