উত্তর ২৪ পরগনা: ফের একবার যেন নিমতা কাণ্ডের (Nimta) পুনরাবৃত্তি দেখা গেল পানিহাটিতে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি (BJP) কর্মী-সহ তাঁর ৬৪ বছরের বৃ্দ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি ওই বৃ্দ্ধা।
আহত ওই বিজেপি (BJP) কর্মী পার্থ মালাকারের অভিযোগ, শনিবার রাতে, তাঁর বাড়ির দেওয়ালে পোস্টার লাগাতে আসে তৃণমূলের কর্মীরা। তাতে বাধা দেন পার্থ। অভিযোগ, তখনই পার্থকে মারধর করে তৃণমূল দুষ্কৃতীরা। পার্থকে বাঁচাতে ছুটে আসেন পার্থর ৬৪ বছরের বৃ্দ্ধা মা ও দিলীপ বল নামে এক প্রতিবেশী। তাঁদেরকেও বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতীরা। মার খেয়ে ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন পার্থর মা সুধা মালাকার। সঙ্গে সঙ্গে তাঁকে ঘোলা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হতে সুধাদেবীকে আরজিকরে স্থানান্তরিত করা হয়।
বিজেপির (BJP) যুব মোর্চার জেলা সম্পাদক জয় সাহা বলেন, ‘তৃণমূল হিংসার রাজনীতিতেই অভ্যস্ত। পার্থ মালাকার সক্রিয় বিজেপি কর্মী। তৃণমূলের লোকেরা পোস্টার লাগাতে বাধা দেওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই হামলা করেছে তৃণমূল।’ যদিও, এই ঘটনাকে কেন্দ্র কর্ কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য, গত ২ মার্চ, নিমতায় বিজেপি (BJP) কর্মী গোপাল মজুমদারের ৮২ বছর বয়সের বৃদ্ধা মাকে বেধড়ক মারধোর করে তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ করে বিজেপি। সেবার, পাল্টা তোপ দাগতে ছাড়েনি জোড়াফুলও।
শাসক শিবিরের তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইট করে বলেন, ‘পারিবারিক বিবাদের জেরে ওই বৃদ্ধার এই অবস্থা হয়েছে। তিনি একটি ভিডিও পোস্ট করেন সেখানে ওই বৃদ্ধার নাতি গোবিন্দ মজুমদার দাবি করেছেন যে, তাঁর দিদার ওপর কোনও আক্রমণ হয়নি। আমার দিদা গত তিন বছর ধরে শয্যাশায়ী। কীভাবে এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়াল জানি না। তবে এই ঘটনার মধ্যে কোনও সত্যতা নেই।’
শনিবারে, পানিহাটির এই ঘটনায় নিমতাকাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ। ঘটনাটিকে কেন্দ্র করে বিজেপির তরফে পানিহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।