পাহাড় থেকে পিকনিক সেরে ফেরার পথে গাড়িতে ভয়াবহ আগুন, মৃত এক

tista roychowdhury |

Dec 25, 2020 | 11:47 PM

স্থানীয়দের অনুমান, শীতের রাতের ঘন কুয়াশার জন্য রাস্তার বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েই এই বিপত্তি ঘটে।

পাহাড় থেকে পিকনিক সেরে ফেরার পথে গাড়িতে ভয়াবহ আগুন, মৃত এক
বিধ্বংসী আগুনে পুড়ছে সেই ওয়াগনার , নিজস্ব চিত্র

Follow Us

জলপাইগুড়ি : বড়দিনের ছুটিতে পিকনিক(Picnic) সেরে নিজেদের গাড়ি করে ফিরছিলেন তিন যুবক। পাহাড়ি রাস্তা ধরে আসার পথে রায়গঞ্জ ব্লকের পাপড় ক্ষেতির কাছে নিমগোলাই এলাকায় তাঁদের ওয়াগনার গাড়িটি আচমকাই পাহাড়ের গায়ে ধাক্কা মারে। প্রায় সঙ্গে সঙ্গেই আগুন(Fire) ধরে যায় গাড়িতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গরুবাথান থানার পুলিস। গাড়ি থেকেই আহতদের উদ্ধার করা হয়। কালিম্পং জেলার এক পদস্থ পুলিস আধিকারীক জানান, এই অগ্নিকাণ্ডে বাকি দুই যাত্রী গুরুতর জখমের শিকার। স্থানীয় হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। তবে, পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা হওয়ায় দমকল পৌঁছতে পারেনি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : ফের অগ্নিকাণ্ড শহরে, নিমতার তিনতলা বাড়ির একাংশ পুড়ে ছাই

বড়দিন থেকে মূলত পিকনিক শুরু হয় উত্তরবঙ্গে। পিকনিক(Picnic) সিজনের প্রথম দিনেই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই তিন যুবক করোনা আতঙ্ক ভুলে ছোট গাড়ি নিয়ে ফুলবাড়ি থেকে কালিম্পংয়ের লাভা তে পিকনিক করতে গিয়েছিলেন।

স্থানীয়দের অনুমান, শীতের রাতের ঘন কুয়াশার জন্য রাস্তার বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েই এই বিপত্তি ঘটে।

প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান নিয়ন্ত্রণ হারিয়েই পাহাড়ের গায়ে ধাক্কা মারে গাড়িটি। তবে, কোনও যাত্রী মদ্যপ ছিলেন কিনা কিংবা, গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিল কি না তা খতিয়ে  দেখছে গরুবাথান থানার পুলিস।

Next Article