‘মাখো মাখো অবস্থায়’ দেখা গেল যুগলকে, বিউটি পার্লারের নামে রমরমিয়ে চলছে মধুচক্র
মাসখানেক আগে স্থানীয়রাই হঠাৎ আবিষ্কার করেন পার্লার চালানোর নামে মধুচক্র চলছে। সেবার, স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হন।
উত্তর দিনাজপুর: দোতলা বাড়ির একতলায় বিউটি পার্লার। হোর্ডিংয়ে লেখা ‘শুধু মহিলাদের জন্য’। কিন্তু সেই হোর্ডিং-ই সার। একতলায় পার্লারের নামে রমরমিয়ে চলছে মধুচক্র (Honey Trap)। দাসপাড়ার এই পার্লারে অভিযান চালিয়ে রবিবার সকালে ৪ জনকে আটক করল চোপড়া থানার পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, বছর খানেক আগে চালু হয়েছিল পার্লারটি। বাড়ির মালিক ও মালকিন দুজনেই এই পার্লারটি চালাতেন। মাসখানেক আগে স্থানীয়রাই হঠাৎ আবিষ্কার করেন পার্লার চালানোর নামে মধুচক্র (Honey Trap) চলছে। সেবার, স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হন। তখনকার মতো ওই পার্লারের মালিক ও মালকিনকে সাবধান করা হয়। কিন্তু, তারপরেও অবৈধ ভাবে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালেই পার্লারের নামে চলছিল মধুচক্র।
আরও পড়ুন: নার্সিং ট্রেনিংয়ের পর হাসপাতালে নয়, কাজ জুটছে রাঁধুনীর, কাঠগড়ায় ট্রেনিং সেন্টার
রবিবার সকালে, স্থানীয়া এক বাসিন্দা পার্লারে গিয়ে এক যুবক ও যুবতীকে ‘আপত্তিজনক অবস্থায়’ আবিষ্কার করেন। হাতেনাতে ধরা পড়তেই স্থানীয় অভিযোগ করেন এলাকাবাসী।
পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় ওই যুবক যুবতী-সহ পার্লারের মালিক ও মালকিনকে আটক করা হয়েছে। এর পেছনে কোনও বড় চক্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।