AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মাখো মাখো অবস্থায়’ দেখা গেল যুগলকে, বিউটি পার্লারের নামে রমরমিয়ে চলছে মধুচক্র

মাসখানেক আগে স্থানীয়রাই হঠাৎ আবিষ্কার করেন পার্লার চালানোর নামে মধুচক্র চলছে। সেবার, স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হন।

‘মাখো মাখো অবস্থায়’ দেখা গেল যুগলকে, বিউটি পার্লারের নামে রমরমিয়ে চলছে মধুচক্র
প্রতীকী ছবি
| Updated on: Feb 14, 2021 | 8:33 PM
Share

উত্তর দিনাজপুর: দোতলা বাড়ির একতলায় বিউটি পার্লার। হোর্ডিংয়ে লেখা ‘শুধু মহিলাদের জন্য’। কিন্তু সেই হোর্ডিং-ই সার। একতলায় পার্লারের নামে রমরমিয়ে চলছে মধুচক্র (Honey Trap)। দাসপাড়ার এই পার্লারে অভিযান চালিয়ে রবিবার সকালে ৪ জনকে আটক করল চোপড়া থানার পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, বছর খানেক আগে চালু হয়েছিল পার্লারটি। বাড়ির মালিক ও মালকিন দুজনেই এই পার্লারটি চালাতেন। মাসখানেক আগে স্থানীয়রাই হঠাৎ আবিষ্কার করেন পার্লার চালানোর নামে মধুচক্র (Honey Trap) চলছে। সেবার, স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হন। তখনকার মতো ওই পার্লারের মালিক ও মালকিনকে সাবধান করা হয়। কিন্তু, তারপরেও অবৈধ ভাবে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালেই পার্লারের নামে চলছিল মধুচক্র।

আরও পড়ুন: নার্সিং ট্রেনিংয়ের পর হাসপাতালে নয়, কাজ জুটছে রাঁধুনীর, কাঠগড়ায় ট্রেনিং সেন্টার

রবিবার সকালে, স্থানীয়া এক বাসিন্দা পার্লারে গিয়ে এক যুবক ও যুবতীকে ‘আপত্তিজনক অবস্থায়’ আবিষ্কার করেন। হাতেনাতে ধরা পড়তেই স্থানীয় অভিযোগ করেন এলাকাবাসী।

পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় ওই যুবক যুবতী-সহ পার্লারের মালিক ও মালকিনকে আটক করা হয়েছে। এর পেছনে কোনও বড় চক্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।