কাটোয়া: সোমবার ডোমকলে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। মঙ্গলবারই আবার বোমা তৈরির মশলা উদ্ধার হল তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ি থেকে। উদ্ধার বোমা তৈরির বিভিন্ন উপকরণও। ঘটনায় গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা মিঠুন দাস। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাটোয়ার আলমপুর গ্রাম পঞ্চায়েতের গুসুম্বা গ্রামে। তবে আরও উল্লেখযোগ্য বিষয়, যাঁর বাড়ি থেকে বোমার মশলা উদ্ধার হয়েছে, সেই তৃণমূল নেতার বক্তব্য, আসলে মাছের খাবার উদ্ধার করেছে পুলিশ।
তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং বিদায়ী প্রধানেরও সেই একই দাবি। পুলিশ মাছের খাবার উদ্ধার করেছে। কী করে বলছে বোমার মশলা? গোপন সূত্রে খবর পেয়ে, আলমপুর গ্রামপঞ্চায়েতের ২ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না দাসের বাড়িতে সোমবার দিনভর তল্লাশি চালায় কাটোয়া থানার পুলিশ। অভিযানের পর স্বপ্না দাসের বাড়ি থেকে দেড় কেজি বোমার মশলা, তিন কেজি পেরেক,কয়েক কেজি পাথরের কুচি-সহ প্রচুর সুতলির রশি বাজেয়াপ্ত করে পুলিশ। রাতের দিকে প্রার্থীর স্বামী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা মিঠুন দাসকে পুলিশ গ্রেফতার করে।
যদিও এই ঘটনা প্রসঙ্গে আলমপুর অঞ্চলের সভাপতি নীলমনি বসু বলেন, “প্রার্থীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মাছের খাবার উদ্ধার করেছে বলে জেনেছি। বোমার মশলা পায়নি বলেই শুনেছি।” কাটোয়া থানার পুলিশ বিস্ফোরক আইনে মামলা রুজু করে মিঠুন দাসকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে।