West Bengal Panchayat Elections 2023: উর্দিধারীদের ভয় দেখিয়েই অবাধে ছাপ্পা, সুকান্ত মজুমদারের কাছে অনুনয় অসহায় পুলিশ কর্মীর

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 08, 2023 | 3:25 PM

West Bengal Panchayat Elections 2023: সুকান্ত মজুমদার গাড়ি দাঁড় করিয়ে ওই পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেন। সুকান্ত জিজ্ঞাসা করেন, "আপনাকে মানছে না ওরা? আপনাদেরকে ভয় দেখাচ্ছে?" ওই পুলিশ কর্মী বলেন, "আমরা ফোন করেছিলাম উর্ধ্বতন কর্তৃপক্ষকে। ওরা আমাদের গায়েই হাত দিচ্ছে।"

West Bengal Panchayat Elections 2023: উর্দিধারীদের ভয় দেখিয়েই অবাধে ছাপ্পা, সুকান্ত মজুমদারের কাছে অনুনয় অসহায় পুলিশ কর্মীর
অসহায় পুলিশ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বালুরঘাট: অবাধে ছাপ্পা, বেসালাম পুলিশ। সুষ্ঠুভাবে পরিচালনা করতে কার্যত ব্যর্থ। হাত তুলে দিলেন পুলিশ কর্মী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে যখন ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার, তখন তাঁর কাছে অনুনয় করতে দেখা গেল এক পুলিশ কর্মীকে। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।

সুকান্ত মজুমদার গাড়ি দাঁড় করিয়ে ওই পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেন। সুকান্ত জিজ্ঞাসা করেন, “আপনাকে মানছে না ওরা? আপনাদেরকে ভয় দেখাচ্ছে?” ওই পুলিশ কর্মী বলেন, “আমরা ফোন করেছিলাম উর্ধ্বতন কর্তৃপক্ষকে। ওরা আমাদের গায়েই হাত দিচ্ছে।” ওই পুলিশ কর্মী বলেন, “আমাদেরকে সরে যেতে বলছেন। আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে।”

পঞ্চায়েত নির্বাচন ঘিরে যে হিংসার ঘটনা ঘটেছে, তাতে কোথাও দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীকে। অন্তত সংবাদমাধ্যমের ক্যামেরায় সে অর্থে তা ধরা পড়েনি। রাজ্য পুলিশের কী অবস্থা, তা বলে দিচ্ছে এই চিত্র। রাজ্যের পুলিশ মন্ত্রী যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, সেখানে এক পুলিশ কর্মী রীতিমতো তাঁর ভীতি প্রকাশ করছেন বিজেপি নেতার কাছে। অথচ আগে ভোট করানোর সময়ে এই রাজ্য পুলিশের ওপরেই ভরসা রেখেছিল রাজ্য, নির্বাচন কমিশন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, বাহিনী এসেছে বটে বাংলা, তবে তাঁদেরকে আটকে রাখা হয়েছে। পুলিশ দিয়েই ভোট হচ্ছে। এমনকি ভোচ্ছে সিভিক ভলান্টিয়র দিয়েও। বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল বিজেপির ঝামেলা মেটাতে গিয়ে পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর হয়েছে।

Next Article