Ramnagar: মহিলাদের ঋণ দেওয়ার কাজ চলছিল, হাড়হিম করা ঘটনা সমবায় সমিতিতে
Purba Medinipur: তুমুল বৃষ্টি। ভিতরে মহিলারা তখন সমবায় সমিতির ঋণ নিতে ব্যস্ত। আচমকাই হেলমেট পরে কয়েকজন ভিতরে ঢুকলেন। হাতে পিস্তল। এরপরই ভয়ঙ্কর ঘটনা।
পূর্ব মেদিনীপুর: দিনভর বৃষ্টি। খুব কাজ না থাকলে ঘরের বাইরে বেরোচ্ছেন না কেউ। এরইমধ্যে সমবায় সমিতিতে ডাকাতির ঘটনা। রামনগরের উত্তর বাঁধিয়া সমবায় সমিতিতে কয়েক লক্ষ টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা ঘিরে জোর শোরগোল। সোমবার বেলা ১টা নাগাদ ৬-৭ জন বাইকে চেপে সমবায় সমিতিতে ঢোকে বলে অভিযোগ। হাতে আগ্নেয়াস্ত্র। বাইরে তখন অঝোর বৃষ্টি। ভিতরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তখন ঋণ দেওয়া চলছিল। হঠাৎই পিস্তল উঁচিয়ে হইহই করতে করতে ঢুকে পড়ে দুষ্কৃতীরা।
ম্যানেজার রুমে গিয়ে আগেই টেবিল থেকে ফোনটি তুলে নেয় বলে অভিযোগ। এরপরই ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে ক্যাশ কাউন্টারের দিকে নিয়ে যায় তারা। ভয়ে তখন ঠকঠক করে কাঁপছেন ম্যানেজার। দু’হাত উপরে তুলে ক্যাশ কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ান। এরপর শুরু হয় লুঠপাট। হাড়হিম করা এমন দৃশ্যে ভয়ে কাঁপতে থাকেন মহিলারা।
অভিযোগ, সর্বস্ব লুঠ করে পালানোর সময় ক্লোজ সার্কিট ক্যামেরার হার্ড ডিস্কটিও খুলে নিয়ে যায় তারা। এরপরই খবর দেওয়া হয় রামনগর থানায়। বিশাল পুলিশের দল হাজির হয় সেখানে। তাদের প্রাথমিক অনুমান, বেশ কয়েক লক্ষ টাকা ডাকাতি হয়েছে। দিনদুপুরে প্রত্যন্ত গ্রামের সমবায় সমিতিতে এমন ঘটনায় আতঙ্কিত মহিলারা।
সমবায় সমিতির কোষাধ্যক্ষ রাজেন্দ্র মুন্সির কথায়, “বাইকে চেপে ৫-৬ জন আসে। মাথায় হেলমেট পরেই ভিতরে ওরা ঢুকে পড়ে। আমাদের ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে ক্যাশ কাউন্টারে নিয়ে যায়। আমার পিঠে ভোজালি আর কপালে বন্দুক ঠেকিয়ে বলছে ক্যাশ কোথায়, সোনা কোথায় বের কর। আমাকে দিয়ে চাবি খুলিয়ে সব টাকা নেয়। এরপর সোনার খোঁজ করে। আমি বললাম, এখানে গোল্ড লোনের ব্যাপার নেই। তখন আমাকেও মারল। যাওয়ার সময় বোমা রেখে যায় ভিতরে।”