
সৌরভ দত্ত ও দীক্ষা ভুঁইয়ার রিপোর্ট
কলকাতা: এক সপ্তাহের মধ্যে বাংলায় দ্বিতীয় মৃত্য়ু। রাজ্য়ে এই নিয়ে প্রাণ গেল মোট দু’জন করোনা আক্রান্তের। জানা গিয়েছে, কোভিড পজিটিভ হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছিলেন ৪৮ বছরের ওই ব্যক্তি। কিন্তু দিন কতকের মধ্যে প্রাণ গেল তার।
অবশ্য, রাজ্যের স্বাস্থ্য ভবনের দাবি, করোনার কারণে মৃত্যু হয়নি ওই ব্যক্তির। মৃতের চিকিৎসা সংক্রান্ত সকল নথি বিশ্লেষণ করে তারা জানিয়েছে, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হলেও, তার মৃত্যুর কারণ করোনা নয়। বরং তার শরীরে থাকা আরও অন্যান্য অসুখের কারণেই চিকিৎসা গ্রহণ করতে পারেননি তিনি। ফলত প্রাণ গিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৪টি। যার জেরে বাংলা জুড়ে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৭। অন্যদিকে, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ৩৫৮ জন। মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্য়া ৬ হাজার ৪৯১ জন।
সোমবার বাংলায় বাড়ন্ত করোনা সংক্রমণ প্রসঙ্গে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পরিস্থিতি একেবারেই শঙ্কাজনক নয় বলেই বার্তা দেন তিনি। এদিন মুখ্য়মন্ত্রী বলেন, ‘করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে। প্য়ানডেমিক আর হবে না। তবে আগাম সতর্ক থাকাও ভাল।’ তাঁর সংযোজন, ‘সরকারি হাসপাতাল রয়েছে। সমস্ত ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে চিকিৎসা করান। পরিস্থিতি মোকাবিলায় সরকারি ব্যবস্থা সম্পূর্ণ ভাবে তৈরি।’