বাংলাদেশি ট্রলার থেকে উদ্ধার প্রচুর ভারতীয় শাড়ি!
বঙ্গোপসাগরের লাগোয়া কেন্দুয়া দ্বীপের কাছে বাংলাদেশী ট্রলারের আনাগোনার খবর পাওয়া যাচ্ছিল।
দক্ষিণ ২৪ পরগনা: বেআইনিভাবে আন্তর্জাতিক পাচারচক্রের করিডর হিসেবে ব্যবহৃত হয় সুন্দরবনের (Sundarban) জলপথ। সেই পাচার রুখতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল সুন্দরবনের উপকূলরক্ষী বাহিনী (Coast Guard)। বাজেয়াপ্ত করা হল একটি ট্রলার-সহ ৩৬৩ টি ভারতীয় শাড়ি।
সুন্দরবন উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বঙ্গোপসাগরের লাগোয়া কেন্দুয়া দ্বীপের কাছে বাংলাদেশি ট্রলারের আনাগোনার খবর পাওয়া যাচ্ছিল। তারপর থেকেই আরও কড়া হয় নজরদারি।
কালো পতাকা লাগানো একটি বড় ভিনদেশি ট্রলার দেখতে পান নিরাপত্তা রক্ষীরা (Coast Guard)। সন্দেহ হওয়ায় ওই ট্রলারটির পিছু ধাওয়া করতেই ট্রলারে থাকা সাত-আট জন নদীর জলে ঝাঁপ দিয়ে বাঘের জঙ্গলে পালিয়ে যায়। এরপর সেই ট্রলারটি গোসাবার সুন্দরবন উপকূল থানার হাতে তুলে দেওয়া হয়। ট্রলার-সহ ৩৬৩ টি ভারতীয় শাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: গরু-কয়লা পাচারের টাকা মেডিক্যাল কলেজেও! চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে