দক্ষিণ ২৪ পরগনা: জোড়বাগানকাণ্ডের রেশ না কাটতেই ফের নিজের কাকার নির্যাতনের শিকার (Rape) কুলতুলির এক বছর দশের নাবালিকা। শনিবার রাতে কুলতুলির মধুসূদনপুরে ঘটে ঘটনাটি।
নাবালিকার বয়ানে জানা যায়, নিগৃহীতার পরিবার ও অভিযুক্ত নাবালকের পরিবার একে অপরের প্রতিবেশী। জ্ঞাতিও। শনিবার রাতে, নাবালিকার পনের বছরের ‘কাকা’ তাকে জোর করে নিজের বাড়ির রান্নাঘরে টেনে নিয়ে যায়। সেখানেই ধর্ষণ (Rape) করে বলে অভিযোগ। সেইসময়ে বাড়িতে আর কেউ ছিল না। অভিযুক্তের হাত থেকে পালিয়ে এসে নিজের মাকে সব কথা খুলে বলে ওই নাবালিকা।
আরও পড়ুন : কলকাতায় ফের যৌন নির্যাতনের শিকার নাবালিকা, অভিযুক্ত ‘পাড়ার কাকু’
নিগৃহীতার বয়ানের ভিত্তিতেই কুলতুলি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে আটক করে হোমে পাঠানো হয়েছে।