বারাসতের পানীয় জলে ব্যাকটেরিয়া! খেয়ে অসুস্থ শতাধিক

tista roychowdhury |

Jan 28, 2021 | 1:26 PM

গত সপ্তাহেই পৌরসভার উদ্যোগে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রিপোর্টে জানা যায়, পানীয় জলে ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গিয়েছে। এরপর জলের পাইপ কেটে বিভিন্ন জায়গায় ক্লোরিন দিয়ে জলশোধনের কাজে নেমেছে পৌরসভা।

বারাসতের পানীয় জলে ব্যাকটেরিয়া! খেয়ে অসুস্থ শতাধিক
বারাসাত পৌরসভা, ফাইল চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: পানীয় জলে মিলেছে ব্যাকটেরিয়া(Bacteria)। আর সেই জল খেয়ে অসুস্থ প্রায় ১০০ জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাত পৌরসভার(Corporation) পঁচিশ নম্বর ওয়ার্ডে।

বিগত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। সকলের ক্ষেত্রেই ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা যায়। কিন্তু কীভাবে কেন এই অসুস্থতা বাড়ছে তা বুঝতে পারেননি অনেকেই। অবস্থা গুরুতর হওয়াতে অনেকেই হাসপাতালে ভর্তি হন। এমনকী, ডায়রেয়িার শিকার হন খোদ ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশনি মুখোপ্যাধায়। তখনই নড়েচড়ে বসে পুরসভা(Corporation)। অনুমান করা হয়, পানীয় জল থেকেই এই সমস্যা হচ্ছে।

আরও পড়ুন:  ইন্টারভিউয়ে সাহায্যের আশ্বাস দিয়ে এ বার টেট বিতর্কে জ্যোতিপ্রিয়

গত সপ্তাহেই পৌরসভার উদ্যোগে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রিপোর্টে জানা যায়, পানীয় জলে ব্যাকটেরিয়ার(Bacteria) সন্ধান পাওয়া গিয়েছে। এরপর জলের পাইপ কেটে বিভিন্ন জায়গায় ক্লোরিন দিয়ে জলশোধনের কাজে নেমেছে পৌরসভা। তবে শুধুমাত্র জল থেকেই এই অসুস্থতা ছড়িয়েছে কি না তা খতিয়ে দেখছে পুরপ্রশাসন। পুরসভার (corporation) মুখ্য় প্রশাসক সুনীল মুখোপাধ্যায় জানান, জলশোধনের কাজটি দ্রুত সেরে ফেলা হবে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখবে উর্ধ্বতন কমিটি। এলাকার মানুষের যাতে জলের কোনও সমস্যা না হয় তাও নজরে রাখা হবে।

 

 

 

 

 

Next Article