Weather Update: মরশুমে প্রথম ২০ ডিগ্রির নীচে নামল পারদ, জাঁকিয়ে শীত পড়তে আর কতদিন?

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 13, 2022 | 8:48 AM

Kolkata Weather Update: রবিবার অর্থাৎ ১৩ নভেম্বর আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। এর আগে ২৯ অক্টোবর আলিপুরের তাপমাত্রা নেমেছিল ১৯ দশমির ৬ ডিগ্রিতে।

Weather Update: মরশুমে প্রথম ২০ ডিগ্রির নীচে নামল পারদ, জাঁকিয়ে শীত পড়তে আর কতদিন?
শহরে শীতের আমেজ (ছবি: সংবাদ সংস্থা)

Follow Us

কলকাতা: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ধীরে-ধীরে পরিবর্তন হয়েছে আবহাওয়ার। হালকা শীতের আমেজ পেতে শুরু করেছেন শহরবাসী। টান ধরছে ত্বকে। এককথায় যেন স্বমহিমায় ধরা দিচ্ছে হেমন্ত।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, চলতি মরসুমে প্রথমবার কলকাতার পারদ নামেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে। জেলায় ঠান্ডার আমেজ আরও বেশি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার অর্থাৎ ১৩ নভেম্বর আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। এর আগে ২৯ অক্টোবর আলিপুরের তাপমাত্রা নেমেছিল ১৯ দশমির ৬ ডিগ্রিতে।

তারপর আজই প্রথম কুড়ির নীচে নামল পারদ। আপাতত এই ঠান্ডা আমেজ থাকবে। তবে শীত আসতে অনেক দেরি বলে মনে করছে আবহবিদরা।

উল্লেখ্য, এর আগে হাওয়া অফিসের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে সেই সতর্কবার্তা ছিল উত্তরবঙ্গের দুই জেলার জন্য। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অন্যান্য জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া। রাত্রিবেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

তবে সব জেলাতেই তাপমাত্রা কমবে। হাওয়া অফিস জানাচ্ছে, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শহরে পারদ নামতে শুরু করবে এবং শীত থিতু হবে। আবহাওয়াবিদদের একাংশের মতে, চলতি বছর অপেক্ষাকৃত বেশি ঠান্ডা পড়বে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

Next Article