৬ মিলিমিটার গাড়ি বানিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তমলুকের ছাত্রের

tista roychowdhury |

Feb 05, 2021 | 8:29 PM

বিজ্ঞানের ছাত্র অনির্বাণ ভর্তি হন আর্ট কলেজে। হায়দরাবাদ আর্ট কলেজ থেকে স্নাতকোত্তর। বর্তমানে শিল্পই অনির্বাণের রুটিরুজি।

৬ মিলিমিটার গাড়ি বানিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তমলুকের ছাত্রের
অনির্বাণ মিশ্র, নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব মেদিনীপুর : মাত্র ৬ মিলিমিটার! ফেলে দেওয়া কাঠের টুকরো দিয়ে মাত্র ৬ মিলিমিটার মাপের ক্ষুদ্রতম গাড়ি বানিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডে (India Book Of Record) জায়গা করে নিলেন তমলুক নিবাসী আর্ট কলেজের ছাত্র অনির্বাণ মিশ্র।

ছোট থেকেই এটা ওটা বানানোর শখ অনির্বাণের। বিজ্ঞানের ছাত্র অনির্বাণ ভর্তি হন আর্ট কলেজে। হায়দরাবাদ আর্ট কলেজ থেকে স্নাতকোত্তর। বর্তমানে শিল্পই অনির্বাণের রুটিরুজি। ডিসেম্বরের শুরুতে ৬ মিলিমিটার গাড়ি তৈরির ভিডিয়ো আপলোড করেছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডের (India Book Of Record) সাইটে। কিন্তু, রেকর্ডে যে নাম উঠবে এমন প্রত্যাশা করেননি অনির্বাণ। ১৭ ডিসেম্বর মেলের মাধ্যমে জানতে পারেন সবচেয়ে ছোট গাড়ি তৈরির রেকর্ড গড়েছেন তিনি। হোক না তা কাঠের।

আরও পড়ুন : ভোটমুখী বাজেটে ‘কল্পতরু’ হওয়ার চেষ্টা মমতার, এক নজরে বড় ১০ পয়েন্ট

অনির্বাণের সাফল্যে উদ্ভাসিত গোটা গ্রাম। ২ জানুয়ারি ইন্ডিয়া বুক অব রেকর্ডের শংসাপত্র হাতে পান। অনির্বাণ জানিয়েছেন, ইন্ডিয়া বুক অব রেকর্ডের (India Book Of Record) পর তাঁর পরের লক্ষ্য গিনেসের বিশ্ব রেকর্ড। সেই প্রস্তুতিতেই আপাতত ব্যস্ত তমলুকের শিল্পী অনির্বাণ।

 

Next Article