TV9 বাংলা ডিজিটাল: কয়েক দিন আগেই অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi Roy) সঙ্গে সোনা প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছিল সুকুমার সামন্ত। এবার একই অভিযোগে চন্দ্রকোণার রামকৃষ্ণপুর থেকে সুকুমারের ছেলে নারায়ণকেও গ্রেফতার করল পুলিস। ধৃত নারায়ণকে ইতিমধ্যেই আলিপুর আদালতে তোলা হয়েছিল। সেখানে জামিন পায়নি সে। আদালতের নির্দেশে পয়লা ডিসেম্বর পর্যন্ত পুলিসি হেফাজতেই থাকবে ধৃত নারায়ণ।
জানা গিয়েছে,কয়েক দিন আগে পুরোনো গয়নার বদলে হলমার্ক গয়না দেওয়ার নাম করে শতাব্দী রায়ের প্রায় ৩ কোটি টাকার গয়না আত্মসাৎ করার ফন্দি এঁটেছিল এই বাবা ও ছেলে। পুলিসের দ্বারস্থ হলে প্রথমে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে গ্রেফতার হয় সুকুমার সামন্ত। পুলিসি জেরার মুখে প্রতারণা সম্পর্কে তথ্য জানাতে বাধ্য হয় সুকুমার সামন্ত।
সুকুমারের তথ্যের সাপেক্ষেই তার ছেলে ছেলে নারায়ণকে গ্রেফতার করেছে পুলিস। পুলিস মনে করছে বাবা ও ছেলেকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই প্রতারণা রহস্য সমাধান হয়ে যাবে। সরকারি আইনজীবী জানিয়েছেন, তদন্ত চলছে। ভবিষ্যতে দুজনের হাতের লেখার নমুনা পরীক্ষা করারও চিন্তা ভাবনা রয়েছে পুলিসের।
আরও পড়ুন:লজেন্স দেওয়ার নাম করে শিশু ধর্ষণ! গ্রেফতার ৪৫ বছরের মুদি ব্যবসায়ী
শনিবার ধৃত নারায়ণ সামন্তর আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু এই ধরনের ঘটনায় জামিন দলে তদন্তে বাধা আসবে বলে আদালতকে জানান সরকারি আইনজীবী। তারপর বিচারক নারায়ণ সামন্তর জামিন আর্জি খারিজ করে দেন।