AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: রাষ্ট্রপতি শাসন কী? কখন করা যায় জারি?

President Rule: রাজ্যপালের 'সুপারিশের' পর বঙ্গের রাজনৈতিক আয়নায় ফের একবার ভেসে উঠেছে রাষ্ট্রপতি শাসনের প্রতিবিম্ব। কোন পথে যাবে কেন্দ্র? একটা রিপোর্টেই কি শাসনক্ষমতা হারাবে রাজ্য প্রশাসন? উঠছে একাধিক প্রশ্ন।

Explained: রাষ্ট্রপতি শাসন কী? কখন করা যায় জারি?
প্রতীকী ছবিImage Credit: Tv9 Graphics
| Updated on: May 06, 2025 | 8:49 AM
Share

কলকাতা: মুর্শিদাবাদ ও তাকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্রপতি শাসনের বিতর্ক। রাজ্যের বিরোধী দলনেতা থেকে রাজ্যপাল সকলের মুখেই উঠল ওই এক দাবি। কিছুদিন আগেই অশান্তি কবলিত মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সরেজমিনে খতিয়ে দেখে স্থানীয়দের আশ্বস্ত করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকে জানানোর। রবিবার ঠিক তেমনটাই হল। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে একটি রিপোর্ট পাঠিয়েছেন সি ভি আনন্দ বোস। ওই রিপোর্টেই পরিস্থিতি আরও খারাপ হলে সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ লাগুর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, গোটা রিপোর্ট জুড়ে রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ানও তুলে ধরেছেন তিনি। এমনকি, গোটা ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে আখ্যান দিয়ে রিপোর্টে রাজ্যপালের দাবি, ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাজনৈতিক শোষণ হয়েছে। শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয়...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন