Gosaba: গর্ভপাত করাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি, নার্সিংহোমে গিয়ে আর বাড়ি ফেরা হল না মহিলার

Gosaba: কল্পনা দেবীর বাড়ি গোসাবা থানার অন্তর্গত বালি ২ নম্বর এলাকায়। বুধবার এলাকারই একটি নার্সিংহোমে গর্ভপাত করাতে যান তিনি। কিন্তু, বুধবার সন্ধ্যাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর তৈরি হয়েছে এলাকায়।

Gosaba: গর্ভপাত করাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি, নার্সিংহোমে গিয়ে আর বাড়ি ফেরা হল না মহিলার
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 22, 2025 | 5:45 PM

গোসাবা: বেআইনিভাবে ভ্রুণ হত্যা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি মহিলার। আর বাড়ি ফেরা হল না নার্সিংহোম থেকে। এমনিতেই দুর্গম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলগুলিতে একাধিক বেআইনি নার্সিংহোম গজিয়ে উঠেছে। সেরকমই একটি নার্সিংহোমে ভ্রুণ হত্যা করতে গিয়ে মহিলার এই পরিণতিতে প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। মৃতার নাম কল্পনা সর্দার মণ্ডল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। 

কল্পনা দেবীর বাড়ি গোসাবা থানার অন্তর্গত বালি ২ নম্বর এলাকায়। বুধবার এলাকারই একটি নার্সিংহোমে গর্ভপাত করাতে যান তিনি। কিন্তু, বুধবার সন্ধ্যাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর তৈরি হয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে নার্সিংহোমগুলির চিকিৎসা পরিকাঠামো নিয়ে। একইসঙ্গে আইনের চোখ এড়িয়ে কীভাবে এভাবে কারবার করছে নার্সিংহোমগুলির তা নিয়েও উঠছে প্রশ্ন। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করেছে গোসাবা থানার পুলিশ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। বিজেপি জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলছেন, “শাসকদলের নেতাদের মদতেই এই বেআইনি কারবার চলছে। ওই নার্সিংহোমের কোনও বৈধ কাগজপত্র নেই। মাথায় যিনি বসে আছেন তাঁর নির্দিষ্ট কোনও ডিগ্রি নেই।”