
সবং: প্রেমে ছ্যাঁকা, ব্ল্য়াকমেলিং, শেষ পর্যন্ত প্রেমিকার শাস্তি চেয়ে আত্মীয়স্বজনদের ভিডিয়ো বার্তা দিয়ে আত্মহত্যা যুবকের! চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ‘আমি চাই ওরা যেন শাস্তি পায়!’ এই মর্মেই ফেসবুকে প্রেমিকা ও প্রেমিকার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যা সবংয়ের সুজয় মাইতির। অন্যদিকে যুবকের বিরুদ্ধে আগেই ব্ল্য়াকমেলিংয়ের অভিযোগে আগেই থানার দ্বারস্থ হয়েছিল মেয়েটির পরিবারের লোকজন। থানাতেও দুপক্ষকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। কিন্তু, তারমধ্যে যে এত বড় কাণ্ড ঘটে যাবে ভাবতে পারছেন না সুজয়ের পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় পরিজনরা।
স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের সঙ্গে পাশের এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বাড়িতেও জানত তাঁদের সম্পর্কের কথা। যাতায়াত ছিল বাড়িতে। কিন্তু, যুবকের পরিবারের সদস্যরা জানাচ্ছেন এরইমধ্যে নিজেদের মধ্যে কোনও ঝামেলার কারণে সুজয়ের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় ওই তরুণী। সোশ্যাল মাধ্যম থেকেও ব্লক করে দেওয়া হয়। তাতেই ভেঙে পড়েন ওই যুবক। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনও লাভ হয়নি। এরইমধ্যে সে জানতে পারে অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে ওই তরুণী। জানা মাত্রই মেয়েটির দাদার সঙ্গে মোড় নেয়। সূত্রের খবর, দাদাকে তাঁদের সম্পর্ক থাকাকালীন তোলা কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখায় ওই যুবক। আর তাতেই ঘটনা এক্কেবারে অন্যদিকে মোড় নেয়।
সুজয়ের পরিবারের সদস্যরা বলছেন, এরপরই তাঁদের ছেলের বিরুদ্ধে থানায় ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। থানায় ডেকে পাঠানো হয় দু’পক্ষকে। সেখানে ওই তরুণী স্পষ্ট জানিয়ে দেন তিনি আর সুজয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না। তা শুনেই এক্কেবারে বিধ্বস্ত হয়ে পড়েন সুজয়। পরিবারের সদস্যরা জানাচ্ছেন আত্মঘাতী হওয়ার আগেই একটি ভিডিয়ো রেকর্ড করেন সুজয়। সেটিই চেনা-পরিচতদের পাঠান।