হাওড়া: হাত থেকে তখনও ওঠেনি মেহেন্দির রঙ। তার আগেই শেষ হয়ে গেল সবটুকু। নতুন জীবন শুরু করার আগেই অন্ধকার নেমে এল ওদের জীবনে। ফুলশয্যা মিটতেই পরের দিন ঘর থেকে উদ্ধার হলো যুবকের দেহ।
কিছুদিন আগেই ধুমধাম করে বিয়ে হয়েছিল। ঘর বাঁধার স্বপ্ন নিয়ে নতুন করে পথ চলতে গিয়েছিলেন। কিন্তু নব দম্পতির সেই স্বপ্ন শুরুতেই ভেঙে গেল। ফুল শয্যার পরের দিন সকালেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বরের দেহ।
মৃতের নাম আদর্শ সাউ (২৩)। তিনি শিবপুরের শালিমারের ৫ নম্বর গেট এলাকার বাসিন্দা। আজ ভোরে বি গার্ডেন থানার পুলিশ এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু কী কারণে আত্মহত্যা করলেন তা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ভোরে ঘুম থেকে উঠে স্ত্রীকে স্নান সেরে নিতে বলেছিলেন স্বামী। সদ্য বিবাহিতা স্ত্রী স্নান সেরে ফিরে এসে দেখেন স্বামী সিলিং-এ গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ঝুলছেন। ফুল দিয়ে সাজানো খাটের পাশেই দেখা যায় আদর্শের ঝুলন্ত দেহ। এই দৃশ্য দেখে আতঙ্কিত নববধূর চিৎকার করতে শুরু করেন। তার চিৎকারে বাড়ির লোকজন উঠে পড়েন। ছেলেকে ওই অবস্থায় দেখে হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে আর্দশকে নামিয়ে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর শালিমারের ৫ নম্বর গেট এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়ির মধ্যে গিয়ে দেখা যায় ফুলশয্যার বিছানায় বসে তখনও কেঁদে চলেছেন নববধূ র্বষা। তিনি বলেন, ‘‘গত ছ’মাস ধরে আমরা কথা বলেছি। বিয়েতে ওর কোনও সমস্যা আছে বুঝতে পারিনি। কেন এমন করল তা আমি বলতে পারবো না। ভোরেও আমার সঙ্গে স্বাভাবিক কথা বলেছে ।’’ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হলেও ফুলশয্যার ভোরেই কেন ওই যুবক এমন কান্ড ঘটালেন তা পরিষ্কার নয় পুলিশের কাছে।
প্রসঙ্গত, হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে গত ৭ ডিসেম্বর বিয়ে হয়েছিল ব্যারাকপুরের বাসিন্দা বর্ষা কুমারীর। দেখাশোনা করে দু’জনের বিয়ের ঠিক করেছিলেন পরিবারের লোকজন। পেশায় গাড়ি চালক আদর্শের পূর্ণ সম্মতিতে এই বিয়ে হয়েছিল। গত ৬ মাস ধরে ২ জনের মধ্যে ফোনে কথাবার্তাও হত।
এলাকার বাসিন্দাদের দাবি, অনেকদিন পর ওই এলাকায় এমন ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। কিন্তু তার পর এরকম মর্মান্তিক ঘটনা ঘটবে তা তাঁরা ভাবতে পারেননি।
শুক্রবার আত্মীয় ও প্রতিবেশীদের নিয়ে তাঁদের বউ-ভাতের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। কিন্তু এমন ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলে। আদর্শের পারিবারিক সূত্রে খবর, তিনি তাঁর বাবা ও মায়ের একমাত্র সন্তান ছিলেন। শোকবিহ্বল আদর্শের পরিবারের তরফে এ ব্যাপারে কেউ মুখ খুলতে চাননি।
আরও পড়ুন: Youth was missing: ১০ দিন ধরে নিখোঁজ ‘বাড়ির ছেলে!’ ত্রিকোণ প্রেমের জেরে খুন নাকি অন্যকিছু?