AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পেটের টানে ভিনরাজ্যে যাওয়াই হল কাল, কুপিয়ে খুন করা হল বিষ্ণুপুরের যুবককে

সংসারের হাল ধরতে এবং আরও কিছু টাকা অতিরিক্তি রোজগারের চাহিদায় ভারতের সিলিকন ভ্যালিতে ছুটেছিল সাগর। কিন্তু কে জানত, সেখানেই খুন হতে হবে তাঁকে।

পেটের টানে ভিনরাজ্যে যাওয়াই হল কাল, কুপিয়ে খুন করা হল বিষ্ণুপুরের যুবককে
সাগরের পরিবারবর্গ - নিজস্ব চিত্র
| Updated on: Mar 24, 2021 | 10:00 PM
Share

কলকাতা: পেটের টানে চাকরির খোঁজে ভিনরাজ্যে গিয়েছিলেন। তবে ঘরে ফেরা আর হল না। নির্মমভাবে খুন হতে হল রাজ্যের এক যুবককে। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কেওড়াডাঙা গ্রামের বছর ২৪-র যুবক সাগর করককে কুপিয়ে খুন করা হয় বেঙ্গালুরুতে। খুনের অভিযোগ উঠেছে মাসুদ খান নামে ত্রিপুরার এক ব্যক্তির বিরুদ্ধে।

মাসদুয়েক আগে কেওড়াডাঙার যুবক সাগর করক বেঙ্গালুরুতে গিয়ে একটি কিচেনে কাজ শুরু করে। এখানে কোনওক্রমে রাজমিস্ত্রির কাজ করে সংসার চলত। কিন্তু, তা যথেষ্ট ছিল না। সংসারের হাল ধরতে এবং আরও কিছু টাকা অতিরিক্তি রোজগারের চাহিদায় ভারতের সিলিকন ভ্যালিতে ছুটেছিল সাগর। কিন্তু কে জানত, সেখানেই খুন হতে হবে তাঁকে।

মৃত যুবকের পরিবারের লোকজন বেঙ্গালুরু নিবাসী ত্রিপুরার মাসুদ খানের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। বেঙ্গালুরুর পুলিশ সূত্রে খবর, মাসুদ খান ও সাগরের মধ্যে প্রথমে গান গালিগালাজ হয়। তারপর মাসুদ খান সাগরের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। প্রথমে সাগরের বাঁ হাতে কোপ লাগে, পরে সাগরের বাম বুকে ধারালো অস্ত্র আঘাত করে মাসুদ। এই আঘাতের পর মাটিতে লুটিয়ে পড়ে সাগর।

আরও পড়ুন: একুশে কি ত্রিশঙ্কু বিধানসভা, নাকি একক সংখ্যাগরিষ্ঠতা? কী বলছে সমীক্ষা?

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সাগরের। এরপর খবর আসে পরিবারের কাছে। পরিবারের সদস্যরা ছুটে যায় বেঙ্গালুরুতে। সেখানে গিয়ে থানায় অভিযোগ দায়ের করে করণের পরিবার। পুলিশ সূত্রে খবর, ঘাতক মাসুদ খান এখনও পলাতক।

আরও পড়ুন: মোদীর বঙ্গ সভার ফলে কি বিধানসভা ভোটে লাভবান হবে বিজেপি?