এমনও হয়? বিমানবন্দরে একা দাঁড়িয়ে ১০ বছরের ছেলে, মা-বাবা ঘুরতে চলে গেলেন ফ্লাইটে চেপে!

Flight: বিমানবন্দরে এসে টিকিট চেক ইন করতে গিয়েই হঠাৎ মা-বাবা জানতে পারলেন একটা কথা। তারপরই ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখে নিজেরা ফ্লাইটে চেপে বসলেন।

এমনও হয়? বিমানবন্দরে একা দাঁড়িয়ে ১০ বছরের ছেলে, মা-বাবা ঘুরতে চলে গেলেন ফ্লাইটে চেপে!
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Aug 02, 2025 | 4:57 PM

মাদ্রিদ: মা-বাবার হাত ধরে ঘুরতে যাচ্ছিল। মহা আনন্দে ছিল ১০ বছরের নাবালক। বিমানবন্দরে এসে টিকিট চেক ইন করতে গিয়েই হঠাৎ মা-বাবা জানতে পারলেন একটা কথা। তারপরই ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখে নিজেরা ফ্লাইটে চেপে বসলেন। ওই ১০ বছরের নাবালক একা দাঁড়িয়ে থাকল বিমানবন্দরে। কী এমন হল যে হঠাৎ নিজের সন্তানকে এভাবে হাজার হাজার অচেনা মানুষের মাঝে ফেলে রেখে চলে গেলেন মা-বাবা?

গোটা ঘটনাটিই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন এয়ার অপারেশন কো-অর্ডিনেটর। ওই মহিলা টিকটকে ভিডিয়ো পোস্ট করে ঘটনার বর্ণনা দেন। তবে প্রশ্ন ছিল একটাই। কেন মা-বাবা তাঁর সন্তানকে ছেড়ে চলে গেলেন? কারণ তারা বিমানবন্দরে এসে জানতে পারেন যে ছেলের পাসপোর্ট এক্সপায়ার করে গিয়েছে। তাই তারা ছেলেকে ফেলে রেখেই বিমানে উঠে যান। আত্মীয়কে ফোন করে বলেন যে তাঁদের ছেলেকে যেন বিমানবন্দর থেকে এসে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে স্পেনের একটি বিমানবন্দরে। তারা ঘুরতে যাচ্ছিল, কিন্তু ওই নাবালকের কাছে ট্রাভেল ভিসা ছিল না। তাই তার মা-বাবা তাঁকে বিমানবন্দরেই রেখে দিয়ে চলে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ ওই নাবালককে খুঁজে পায়। পুলিশও অবাক হয়ে যায় মা-বাবার কীর্তি দেখে।

শেষে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে তাদের সঙ্গে আরও একটি ছোট বাচ্চা ছিল। তাদের থানায় নিয়ে যাওয়া হয়।