Brazil Plane Crash: এক নিমেষে শূন্য থেকে মাটিতে আছড়ে পড়ল বিমান, ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি ১৪ জনের

Accident: মানাউস অ্যারোটাক্সি নামক উড়ান সংস্থা, যাদের বিমানটি ভেঙে পড়ে, তাদের তরফেও বিবৃতি জারি করে জানানো হয়, মাঝ আকাশে কোনও কারণে দুর্ঘটনা ঘটে। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Brazil Plane Crash: এক নিমেষে শূন্য থেকে মাটিতে আছড়ে পড়ল বিমান, ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি ১৪ জনের
ভেঙে পড়া বিমানটি।Image Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 17, 2023 | 8:03 AM

ব্রাসিলিয়া: অ্যামাজনে (Amazon) ভেঙে পড়ল বিমান (Plane Crash)। মর্মান্তিক মৃত্যু হল বিমানের ২ ক্রু সহ ১৪ জন যাত্রীর। শনিবার ব্রাজিলের অ্যামাজনে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় বিমানের সকল যাত্রীরই মৃত্যু হয়। অ্যামাজন স্টেটের গভর্নর জানান, জনপ্রিয় পর্যটন কেন্দ্র বারসেলসের কাছে বিমানটি ভেঙে পড়ে। বিমানে ক্রু সহ মোট ১৪ জন ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, অ্যামাজন স্টেটের রাজধানী মানউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলসে বিমানটি ভেঙে পড়ে। কী কারণে হঠাৎ মাঝ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল বিমানটি, তা এখনও জানা যায়নি।

অ্যামাজনের গভর্নর উইলসন লিমা এক্সে (টুইটারের পরিবর্তিত নাম) লেখেন, “শনিবার বার্সেলসে বিমান দুর্ঘটনায় মৃত ১২ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমাদের উদ্ধারকারী দল যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে সাহায্য করার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।”

মানাউস অ্যারোটাক্সি নামক উড়ান সংস্থা, যাদের বিমানটি ভেঙে পড়ে, তাদের তরফেও বিবৃতি জারি করে জানানো হয়, মাঝ আকাশে কোনও কারণে দুর্ঘটনা ঘটে। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।