Tsunami Warning: একতলা বিল্ডিংয়ের থেকেও উঁচু ঢেউ আছড়ে পড়ল জাপানে, বিশ্বের বাকি প্রান্তে কখন সুনামি হবে?

Tsunami: আলাস্কার পশ্চিম উপকূলে আলেটিয়ান আইল্যান্ডে ইতিমধ্যেই সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়েছে। আলাস্কার দক্ষিণ-পূর্ব উপকূলে সুনামি আছড়ে পড়ার কথা ১২.৪৫ থেকে ১ টা ৫৫ মিনিটের মধ্যে।

Tsunami Warning: একতলা বিল্ডিংয়ের থেকেও উঁচু ঢেউ আছড়ে পড়ল জাপানে, বিশ্বের বাকি প্রান্তে কখন সুনামি হবে?
আছড়ে পড়ল সুনামি।Image Credit source: X

|

Jul 30, 2025 | 12:28 PM

মস্কো: রাশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প। কেঁপে গিয়েছে গোটা দেশ। ৮.৮ মাত্রার ভূমিকম্পের পরই এবার আছড়ে পড়েছে সুনামি। রাশিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়ছে বিশাল ঢেউ। শুধু রাশিয়া নয়, আলাস্কা, হাওয়াই, আমেরিকার পশ্চিম উপকূলেও সুনামি ধেয়ে আসছে। কোথায়, কখন আছড়ে পড়ছে এই সুনামি, জেনে নিন-

সুনামির সতর্কতা জারি করা হয়েছে আলাস্কা, হাওয়াইতে। কত বড় এই সুনামি হতে পারে, তা এখনও আন্দাজ না পাওয়া গেলেও, ওয়ার্নিং সেন্টারগুলি জানিয়েছে, সুনামি অবশ্যাম্ভাবী।

আলাস্কার পশ্চিম উপকূলে আলেটিয়ান আইল্যান্ডে ইতিমধ্যেই সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়েছে। ৪ ফুট উচ্চতা ছিল সেই সুনামির ঢেউয়ের। আলাস্কার দক্ষিণ-পূর্ব উপকূলে সুনামি আছড়ে পড়ার কথা ১২.৪৫ থেকে ১ টা ৫৫ মিনিটের মধ্যে।

হাওয়াইতে একটানা বেজেই চলেছে সুনামির সাইরেন। সেখানে স্থানীয় সময় ১ টা ১৫ মিনিট নাগাদ সুনামি হওয়ার কথা। উপকূল এলাকায় ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা। ইতিমধ্যেই উপকূল এলাকা ফাঁকা করা হচ্ছে। হাওয়াইয়ের ইমার্জেন্সি শেল্টারগুলিও খুলে দেওয়া হয়েছে।

ওয়াশিংটন, ওরেগনেও সুনামি হওয়ার আশঙ্কা। স্থানীয় সময় ২টো ৩৫ মিনিট থেকে ২টো ৫৫ মিনিটের মধ্যে সুনামি আছড়ে পড়ার কথা (ভারতীয় সময়ে দুপুর ১২ টা ৫ থেকে ১২ টা ২৫ মিনিট)।

নর্থ ক্যারোলিনায় সুনামি আছড়ে পড়তে পারে ২ টো ৫০ মিনিট নাগাদ (ভারতীয় সময়ে দুপুর ১২টা ২০ মিনিট)। সান ফ্রান্সিসকোয় সুনামি আছড়ে পড়বে রাত ৩টে ৪০ মিনিট নাগাদ (ভারতীয় সময়ে ১ টা ১০ মিনিট)। সাউর্থান ক্যালিফোর্নিয়ায় ভোর ৪টে নাগাদ সুনামি আছড়ে পড়বে (ভারতীয় সময়ে দুপুর ১টা ৩০ মিনিট)।

স্থানীয় বাসিন্দাদের উপকূল এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। সুনামির সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।