Canada: যাওয়া হল না ক্যাসিনো, হাইওয়েতেই সাদা চাদরে ঢাকা সার সার প্রবীণ নাগরিকের মৃতদেহ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 16, 2023 | 9:45 AM

Canada Manitoba bus accident: মধ্য কানাডার ম্যানিটোবা প্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ধাক্কা লাগতেই আগুন জ্বলে উঠল বাসে। পুড়ে মৃত্যু ১৫ প্রবীণ নাগরিকের।

Canada: যাওয়া হল না ক্যাসিনো, হাইওয়েতেই সাদা চাদরে ঢাকা সার সার প্রবীণ নাগরিকের মৃতদেহ
ধাক্কা লাগার পরই আগুন জ্বলে ওঠে বাসটিতে

Follow Us

মন্টরিয়েল: বৃহস্পতিবার মধ্য কানাডার ম্যানিটোবা প্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল কমপক্ষে ১৫ জনের। তাঁরা প্রত্যেকেই সিনিয়র সিটিজেন, অর্থাৎ, ষাটোর্ধ্ব। এছাড়া আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কানাডার পুলিশ জানিয়েছে, একটি আধা-ট্রেলার ট্রাক এবং একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বাসটিতে মূলত বয়স্ক ব্যক্তিরাই ছিলেন। উইনিপেগের পশ্চিমে কারবেরি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং জরুরী পরিষেবাদানকারীরা। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “হাইওয়ে ওয়ান এবং হাইওয়ে ফাইভের সংযোগস্থলে প্রায় ২৫ জন বয়স্ক ব্যক্তিকে বহনকারী একটি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই পনেরো জনের মৃত্যু হয়েছে। অন্য ১০ জনকে বিভিন্ন আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

কারবেরি শহরের উত্তরে ট্রান্স-কানাডা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ওই অঞ্চলের হাসপাতালগুলি জানিয়েছে, দুর্ঘটনার পরই বহু মানুষকে চিকিৎসার জন্য আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি যানের সংঘর্ষে বাসটিতে আগু ধরে গিয়েছিল। অধিকাংশের পুড়েই মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই মৃতদের মাটিতে চাদর ঢাকা দিয়ে রাখা হয়েছিল। ওই রাস্তার পাশের এক হোটেলে কাজ করা এক ব্যক্তি জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যাহ্নের দিকে। তারপরই ঘটনাস্থলে জরুরি পরিষেবা বিভাগের বেশ কিছু যানবাহন এবং দুটি হেলিকপ্টার এসেছিল। ওই ব্যক্তি বলেছেন, “ভয়ঙ্কর দুর্ঘটনা। আমি কোনদিন কোনও বাসে বা গাড়িতে এই ধরনের আগুন ধরে যেতে দেখিনি।” সংবাদ সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, মুহূর্তের মধ্যে গোট এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। সূত্রের খবর, ওই বয়স্ক ব্যক্তিরা বাসটিতে করে কারবেরির এক ক্যাসিনোতে যাচ্ছিলেন।


এই ঘটনা নিয়ে গভীর সোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটে তিনি বলেছেন, “কারবেরি, ম্যানিটোবার খবরটি অত্যন্ত দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের আমার গভীর সমবেদনা জানাচ্ছি। আপনারা যে ব্যথা অনুভব করছেন, তা আমি কল্পনাও করতে পারি না। তবে সকল কানাডিয়ানরা আপনাদের পাশে আছে।” এই দুর্ঘটনার জেরে ম্যানিটোবার বিধানসভা ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন, ওই প্রদেশের প্রিমিয়ার হিদার স্টেফানসন। এদিকে, এই দুর্ঘটনার জেরে মহাসড়কটির দুই দিকই বন্ধ রাখা হয়েছে। গাড়ি চালকদের ওই রাস্তা দিয়ে যেতে নিষেধ করা হয়েছে।

Next Article