হাওয়ায় উবে গেল নাকি? মাঝ সমুদ্রে ‘উধাও’ ১৩ ভারতীয় সহ ১৬ জন, বিপদের প্রহর গুনছে প্রশাসন

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 17, 2024 | 6:18 AM

Oman: প্রেস্টিজ ফ্যালকন নামক ওই জাহাজ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ক্রু সদস্যদের এখনও খোঁজ মোলেনি। ওমান প্রশাসনের তরফে তল্লাশি জারি রাখা হয়েছে। জানা গিয়েছে, ইয়েমেনের আডেন বন্দরে যাচ্ছিল ওই অয়েল ট্যাঙ্কার বোঝাই জাহাজটি।

হাওয়ায় উবে গেল নাকি? মাঝ সমুদ্রে উধাও ১৩ ভারতীয় সহ ১৬ জন, বিপদের প্রহর গুনছে প্রশাসন
প্রতীকী চিত্র
Image Credit source: Meta AI

Follow Us

ওমান: মাঝ সমুদ্র থেকে নিখোঁজ ১৩ ভারতীয়। রাতারাতি তাঁরা যেন হাওয়ায় উবে গেলেন। দিন-রাত এক করে তল্লাশি চালানো হলেও, এখনও খোঁজ মেলেনি তাঁদের। কী হল হঠাৎ? কেন নিখোঁজ হয়ে গেলেন ১৩ জন ভারতীয়?

আসল কারণ হল ফের জাহাজডুবি। ভারতীয় ক্রু সদস্যদের নিয়ে ডুবে গেল জাহাজ। সোমবার ওমানের উপকূলে একটি অয়েল ট্যাঙ্কার বহনকারী জাহাজ ডুবে যায়। ওই জাহাজে ১৩ ভারতীয় সহ মোট ১৬ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর থেকে সকলেই নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

সামুদ্রিক নিরাপত্তা সেন্টার বা মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে জানানো হয়েছে, কমোরসের একটি অয়েল ট্যাঙ্কার ওমানের দুকম বন্দরের কাছে রাস মাদ্রাকাহ থেকে ২৫ নট্যিকাল মাইল দূরে জাহাজটি ডুবে যায়।  ওই জাহাজে ১৩ জন ভারতীয় ও ৩ জন শ্রীলঙ্কার ক্রু ছিলেন।

প্রেস্টিজ ফ্যালকন নামক ওই জাহাজ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ক্রু সদস্যদের এখনও খোঁজ মোলেনি। ওমান প্রশাসনের তরফে তল্লাশি জারি রাখা হয়েছে। জানা গিয়েছে, ইয়েমেনের আডেন বন্দরে যাচ্ছিল ওই অয়েল ট্যাঙ্কার বোঝাই জাহাজটি।

Next Article