US-Canada Border Blast: বড় সন্ত্রাস হামলার ভয় মার্কিন মুলুকে, সীমান্তের চেকপোস্টে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২

FBI Investigation: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে দুইজন যাত্রী ছিলেন। সীমান্তের প্রথম চেকপয়েন্ট পার করে গিয়েছিল ওই গাড়িটি, কিন্তু সন্দেহ হওয়ায় গাড়িটিকে দ্বিতীয়বার পরীক্ষার জন্য দাঁড় করাতে বলা হয়েছিল। সঙ্গে সঙ্গেই গাড়িটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগতেই বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি।

US-Canada Border Blast: বড় সন্ত্রাস হামলার ভয় মার্কিন মুলুকে, সীমান্তের চেকপোস্টে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২
সীমান্তে বিস্ফোরণের পরের চিত্রImage Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 23, 2023 | 6:42 AM

নিউ ইয়র্ক: ফের মার্কিন মুলুকে সন্ত্রাসবাদী হামলা? ভয়াবহ বিস্ফোরণ আমেরিকা-কানাডা সীমান্তের কাছে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুইজনের। প্রাথমিক তদন্তে মার্কিন প্রশাসনের অনুমান, এই বিস্ফোরণের পিছনে সন্ত্রাসমূলক উদ্দেশ্য থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, বিস্ফোরণের পরই সাময়িকভাবে ওই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার নায়াগ্রা ফলসের কাছেই যে আমেরিকা-কানাডা সীমান্ত রয়েছে, সেখানের রেনবো ব্রিজে একটি গাড়িতে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে হঠাৎ এত জোরালো বিস্ফোরণ হল, তার কারণ এখনও স্পষ্ট নয়।

বিস্ফোরণের কথা জানতে পেরেই উদ্বেগ প্রকাশ করেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। তিনি জানান, স্টেট পুলিশ ও এফবিআই-র টেররিজম টাস্ক ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। তারা সমস্ত দিক খতিয়ে দেখছেন। কানাডা থেকে আমেরিকায় প্রবেশের সমস্ত এন্ট্রি পয়েন্টগুলিতেও নজরদারি চালানো হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে দুইজন যাত্রী ছিলেন। সীমান্তের প্রথম চেকপয়েন্ট পার করে গিয়েছিল ওই গাড়িটি, কিন্তু সন্দেহ হওয়ায় গাড়িটিকে দ্বিতীয়বার পরীক্ষার জন্য দাঁড় করাতে বলা হয়েছিল। সঙ্গে সঙ্গেই গাড়িটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগতেই বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি।

এফবিআই-র সন্দেহ, কোনও ডিভাইস বা যন্ত্র দিয়েই গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। যথাযথ প্রমাণের জন্য গাড়ির ফরেন্সিক পরীক্ষা হচ্ছে।

অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অফিস থেকেও জানানো হয়েছে, সীমান্তে ঘটা বিস্ফোরণের খবর পেয়েছেন তাঁরা। মার্কিন প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে। কানাডার এজেন্সিগুলিও তদন্তে যথাযথ সহযোগিতা করবে।