Singapore Omicron Cases: বুস্টার ডোজ়কেও ফাঁকি, ওমিক্রনে আক্রান্ত দুজনকে নিয়ে উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রক

Singapore Omicron Cases: জানা গিয়েছে, ওমিক্রনে আক্রান্ত ওই দুজনকেই ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশিয়াস ডিজিজে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তারা একান্তবাসে রয়েছেন।

Singapore Omicron Cases: বুস্টার ডোজ়কেও ফাঁকি, ওমিক্রনে আক্রান্ত দুজনকে নিয়ে উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রক
দেশে ওমিক্রনের বর্তমান পরিস্থিতি কেমন? (প্রতীকী ছবি)

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 10, 2021 | 9:27 AM

সিঙ্গাপুর: ওমিক্রন নিয়ে আতঙ্কে রয়েছে গোটা বিশ্ব, এই পরিস্থিতিতেই একাধিক টিকা প্রস্তুতকারক সংস্থা নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে করোনা টিকার তৃতীয় ডোজ় নেওয়ার কথা বলছেন। আদৌই তৃতীয় ডোজ় প্রয়োজন কিনা, তা নিয়ে সংশয়ের মাঝেই বুস্টার ডোজ় প্রাপ্ত সিঙ্গাপুরের দুই বাসিন্দা ওমিক্রনে আক্রান্ত হলেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, সিঙ্গাপুরের ওই দুই আক্রান্তের মধ্য়ে একজন মহিলা। বছর ২৪-র ওই যুবতী বিমানবন্দরে যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত। বিমানবন্দরের সমস্ত কর্মীদের নিয়মিত করোনা পরীক্ষা করা হলেও, এই সপ্তাহেই ওই যুবতীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠালে জানা যায়, তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে এটিই প্রথম ওমিক্রনের সংক্রমণ। এছাড়া, গত ৬ ডিসেম্বর জার্মানি থেকে ফেরত আসা এক ব্যক্তিও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ওই দু’জনই করোনা টিকার পাশাপাশি বুস্টার ডোজ়ও নিয়েছিলেন। তারপরও ওমিক্রন সংক্রমণ থেকে তারা রক্ষা পাননি।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রামক ক্ষমতা ও বিশ্বজুড়ে যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তা মাথায় রেখে আগামিদিনে দেশের সীমান্তে ও অভ্য়ন্তরে আরও আক্রান্তের খোঁজ মিলবে বলেই মনে করা হচ্ছে।”

জানা গিয়েছে, ওমিক্রনে আক্রান্ত ওই দুজনকেই ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশিয়াস ডিজিজে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তারা একান্তবাসে রয়েছেন। বিগত কয়েকদিনে তাদের সংস্পর্শে যারাই এসেছিলেন, তাদের সকলকে চিহ্নিত করে ১০ দিনের জন্য একান্তবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরে নিয়মিত প্রথম সারির যোদ্ধাদের করোনা পরীক্ষা করা হচ্ছে, বিমানবন্দরের কর্মীদেরও প্রথম সারির যোদ্ধা হিসাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। গত সপ্তাহে করোনা পরীক্ষা করাতেই ওই যুবতীর করোনা রিপোর্ট পজেটিভ আসে, তবে তিনি উপসর্গহীন বলেই জানা গিয়েছে। আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি ৪৬ বছরের এক বাসিন্দা, তিনি চলতি মাসেই জার্মানি থেকে ফেরেন। বিমানবন্দরে করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট নেগেটিভ এলেও, পরদিনই সর্দি হওয়ায় তিনি চিকিৎসকের কাছে যান। সেখানে করোনা পরীক্ষা করা হলে, তার রিপোর্ট পজেটিভ আসে।

বৃহস্পতিবারই ফাইজ়ার-বায়োএনটেক সংস্থার তরফে দাবি করা হয়, তাদের টিকার দুটি ডোজ় করোনার প্রাথমিক স্ট্রেনের বিরুদ্ধে যে সুরক্ষা দেয়, ওমিক্রনের ক্ষেত্রে সেই সুরক্ষা পেতে তিনটি ডোজ়ের প্রয়োজন। এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে টিকা পরামর্শদাতা কেট ও’ব্রায়েন বলেন, “করোনা টিকার অতিরিক্ত ডোজ় ওমিক্রন ভ্য়ারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেয় কিনা, সেই তথ্য খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় হয়তো অতিরিক্ত জোজ়ের কার্যকারিতা সম্পর্কে জানা যেতে পারে, তবে এখনই অতিরিক্ত ডোজ় নিয়ে কিছু বলা সম্ভব নয়।”