Mumbai Attack Mastermind: তাঁর ছকেই রক্তে স্নান করেছিল বাণিজ্যনগরী, ‘খেলা শেষ’ মুম্বই হামলার মাস্টারমাইন্ডের

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 02, 2024 | 12:52 PM

Pakistan: পাকিস্তানের ফৈসলাবাদে লুকিয়ে ছিল লস্কর কম্যান্ডার আজম চিমা। ২০০৮ সালে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এই আজম। ২০০৬ সালে মুম্বইয়ের ট্রেন বিস্ফোরণ, যেখানে ১৮৮ জনের মৃত্যু হয়েছিল এবম ৮০০-রও বেশি মানুষ আহত হয়েছিলেন,  সেই হামলারও মাস্টারমাইন্ড ছিলেন চিমা।

Mumbai Attack Mastermind: তাঁর ছকেই রক্তে স্নান করেছিল বাণিজ্যনগরী, খেলা শেষ মুম্বই হামলার মাস্টারমাইন্ডের
মুম্বই হামলার দিন। ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

ইসলামাবাদ: মুম্বই হামলার মাস্টারমাইন্ড ছিলেন, গোয়েন্দাদের নজর এড়িয়ে গা ঢাকা দিয়েছিলেন পাকিস্তানে। অবশেষে মিলল লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) কম্যান্ডারের খোঁজ। জানা গেল, পাকিস্তানে মৃত্যু হয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার আজম চিমা (Azam Chima)। গোয়েন্দা সূত্রেই এই খবর মিলেছে।

গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের ফৈসলাবাদে লুকিয়ে ছিল লস্কর কম্যান্ডার আজম চিমা। ২০০৮ সালে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এই আজম। ২০০৬ সালে মুম্বইয়ের ট্রেন বিস্ফোরণ, যেখানে ১৮৮ জনের মৃত্যু হয়েছিল এবম ৮০০-রও বেশি মানুষ আহত হয়েছিলেন,  সেই হামলারও মাস্টারমাইন্ড ছিলেন চিমা। ২০০৮ সালেও হামলায় যুক্ত জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিলেন চিমা। এরপরই মার্কিন সরকার তাঁকে ‘ওয়ান্টেড’ বলে ঘোষণা করে।

গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানে এতদিন লুকিয়ে ছিলেন আজম। হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, ফইসলাবাদের মালখানওয়ালায় তাঁর শেষকৃত্য হবে।

মুম্বই হামলা-

২০০৮ সালের ২৬ নভেম্বর  আরব সাগরের পথ ধরে মুম্বইয়ে প্রবেশ করে ১০ পাকিস্তানি জঙ্গি। মুম্বইয়ের তাজ হোটেল, হাসপাতাল, রেল স্টেশন সহ একাধিক জায়গায় হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ১৬৬ জন নাগরিকের মৃত্যু হয়। ১৮ জন নিরাপত্তা বাহিনীও শহিদ হন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে।

Next Article