USA Police: মাটিতে ফেলে অভিযুক্তকে লাথি, দেদার মারধর, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড ৩ পুলিশকর্মী

Police Case: ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের সময় তাঁকে মাটিতে ফেলে তাঁর ওপর চড়ে বসেছেন এক পুলিশকর্মী এবং তাঁকে একের পর এক ঘুষি মারছেন।

USA Police: মাটিতে ফেলে অভিযুক্তকে লাথি, দেদার মারধর, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড ৩ পুলিশকর্মী
ছবি: টুইটার

| Edited By: অরিজিৎ দে

Aug 22, 2022 | 2:22 PM

আরকানসাস: সম্প্রতি প্রকাশিত এক ভিডিয়োতে পুলিশ নির্মম অত্যাচারের দিকটি ফুটে উঠেছে। সোশ্যাল মিডিয়াতে ভিডিয়ো শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ওই তিন জন পুলিশকর্মীর বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজ়েনরা। এমনকী তাঁদেরকে চাকরি থেকে বরখাস্ত করার দাবিও উঠেছিল। মার্কিন মুলুকের আরকানসাস স্টেটে এই ঘটনাটি ঘটেছে। একটি দোকানের কর্মচারীকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ যখন তাঁকে গ্রেফতার করার চেষ্টা করছিল, সেই সময়ই এই ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের সময় তাঁকে মাটিতে ফেলে তাঁর ওপর চড়ে বসেছেন এক পুলিশকর্মী এবং তাঁকে একের পর এক ঘুষি মারছেন। এমনকী অভিযুক্ত ব্যক্তিতে মাটিতে মাথা ঠুকে দিতে দেখা গিয়েছে পুলিশকর্মীদের। ঘটনাস্থলে উপস্থিত অপর পুলিশকর্মীকে ক্রমাগত অভিযুক্ত ব্যক্তিকে লাথি মারতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি পুলিশকর্মীদের মারের মুখে হাত দিয়ে মুখ ঢেকে বাঁচার বৃথা চেষ্টা চালাচ্ছেন।

দ্য ক্রফোর্ড কাউন্টি শেরিফ জিমি ডামান্তে জানিয়েছেন, ৩ পুলিশকর্মীকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। আরকানসাস পুলিশ অন্তর্বর্তীকালীন তদন্ত চালিয়ে জানতে পেরেছে অন্যায়ভাবে অভিযুক্ত ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে এমনভাবে মারধর করা হয়েছিল যে গ্রেফতারির পর তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এমনকী তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, তাঁর বিরুদ্ধে গ্রেফতারিরতে বাধা দেওয়া ও পুলিশকর্মীদের হেনস্থা করার অভিযোগ আনা হয়েছে। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।