Nobel Prize 2022: কোয়ান্টাম মেকানিক্সের দুনিয়ায় অভাবনীয় সাফল্য, নোবেল পাচ্ছেন এই তিন পদার্থবিজ্ঞানী

Nobel Prize 2022: কারা নোবেল পাবেন তা নিশ্চিত করতে প্রতিবারই তৈরি হয় একটি নির্দিষ্ট কমিটি। নোবেল কমিটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে।

Nobel Prize 2022: কোয়ান্টাম মেকানিক্সের দুনিয়ায় অভাবনীয় সাফল্য, নোবেল পাচ্ছেন এই তিন পদার্থবিজ্ঞানী

| Edited By: জয়দীপ দাস

Oct 04, 2022 | 5:04 PM

সুইডেন: মানসভ্যতার বহমানতার স্রোতে জনহিতে ছাপ রেখে যাওয়া কাজের জন্য প্রতিবছরই নোবেল শান্তি পুরস্কার (Nobel Prize 2022) দেওয়া হয় বিজ্ঞানী থেকে সাহিত্যিক বহু খ্যাতনামা ব্যক্তিত্বকে। এবার কারা নোবেল পান সে বিষয়ে কৌতূহলী জনতার অপেক্ষা চলছিল দীর্ঘদিন থেকে। অবশেষে পদার্থ বিজ্ঞানে যাঁরা নোবেল পাচ্ছেন তাঁদের নাম ঘোষণা হয়ে গেল। পদার্থ বিজ্ঞানে এবারে নোবেল পাচ্ছেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার। 

সূত্রের খবর, কোয়ান্টাম মেকানিক্সের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের তাঁরা এবারে নোবেল পেতে চলেছেন বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ আকাদেমি অফ সায়েন্স। সুইডিশ আকাদেমির এই ঘোষণার পর থেকেই তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। এমনকী অনেকেই তিন বিজ্ঞানীকে শুভেচ্ছাবার্তাও জানাতে শুরু করেছেন। সূত্রের খবর অ্যালাইন অ্যাসপেক্ট মূলত কোয়ান্টাম তথ্যের ফোটন কণার এনট্যাঙ্গেলমেন্ট নিয়ে গবেষণা করেছেন। অন্যদিকে অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্টন জেলিঙ্গার কোয়ান্টাম টেলিপোর্টেশন গবেষণা করেছেন। বেল ইনইক্যুয়ালিটিজস গবেষণা করেছেন জন এফ ক্লজার। 

কারা নোবেল পাবেন তা নিশ্চিত করতে প্রতিবারই তৈরি হয় একটি নির্দিষ্ট কমিটি। নোবেল কমিটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে। ৩ অক্টোবর শুরুতেই চিকিৎসাশাস্ত্রে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়। এবার চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পাচ্ছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে প্যাবো। বিলুপ্তপ্রায় হোমিনিডস এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য সভান্তে প্যাবোকে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।