Human Skull: বিমানবন্দরে প্যাকেজের মধ্যে চারটি মানুষের খুলি! হতবাক আধিকারিকরা
Human Skull: বিমানবন্দরে প্যাকেজের মধ্যে মিলল চারটি নরখুলি। মেক্সিকো থেকে আমেরিকার উদ্দেশে যাচ্ছিল এই প্যাকেজ।
![Human Skull: বিমানবন্দরে প্যাকেজের মধ্যে চারটি মানুষের খুলি! হতবাক আধিকারিকরা Human Skull: বিমানবন্দরে প্যাকেজের মধ্যে চারটি মানুষের খুলি! হতবাক আধিকারিকরা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/12/Human-Skull-.jpg?w=1280)
মেক্সিকান সিটি: মেক্সিকোর (Mexico) বিমানবন্দরে হাড়হিম করা কাণ্ড। কুরিয়ার করে আমেরিকায় (America) কিছু জিনিসপত্র পাঠানো হচ্ছিল। আর বিমান বন্দরে স্ক্যানারের তলায় পড়তেই বিমান বন্দরের আধিকারিকদের চক্ষু চড়কগাছ। প্যাকিংয়ের ভিতর কোনও সামগ্রী নয়। আমেরিকার উদ্দেশে বাক্স বন্দি হয়ে যাচ্ছে চারটি নরখুলি। দেখেই ঠান্ডা স্রোত বেয়ে যায় আধিকারিকদের শিরদাঁড়া বেয়ে। কেন খুলি যাচ্ছে তা ভেবে কূল পাননি তাঁরা।
শুক্রবার, অর্থাৎ গতকাল স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, মেক্সিকোর বিমান বন্দরে এক প্যাকেজের ভিতরে চারটি মানব দেহের খুলি পাওয়া গিয়েছে। সেই প্যাকেজ কুরিয়ার মারফত আমেরিকায় পাঠানোর কথা ছিল। ন্যাশনাল গার্ডের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, মধ্য মেক্সিকোর কুয়েরেটারো ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে একটি কার্ডবক্সের মধ্যে অ্য়ালুমিনিয়ামের ফয়েলে মোড়া অবস্থায় ওই খুলিগুলি পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, দেশের সবথেকে হিংস্র জায়গা হল পশ্চিমের উপকূলীয় রাজ্য মিচোয়াকান। জানা গিয়েছে, সেখান থেকেই এই প্যাকেজটি পাঠানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার ম্যানিংয়ের কোনও একটি ঠিকানায় এই প্যাকেজ পাঠানোর কথা ছিল। তবে কী কারণে এবং কোন ব্যক্তি এই প্যাকেজ পাঠাচ্ছিলেন সেই বিষয়ে ন্যাশনাল গার্ড কোনও তথ্য দেয়নি। প্রসঙ্গত, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কোথাও মানব দেহের অংশ বিশেষ পাঠানোর থাকলে তার জন্য স্বাস্থ্য মন্ত্রক থেকে বিশেষ অনুমতির প্রয়োজন পড়ে। কিন্তু এক্ষেত্রে সেরকম কোনও অনুমতি নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।