
ঢাকা: প্রয়াত খালেদা জিয়ার দলের ৫৯ শতাংশ প্রার্থীই দেনায় ডুবে। বৃহস্পতিবার ঢাকায় ধানমন্ডিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই মর্মে ‘নির্বাচিত হলফনামায় প্রার্থী পরিচিত’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। তাতেই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণকারী দল ও তাঁদের প্রার্থী সম্পর্কে তথ্য় তুলে ধরেছে তাঁরা।
বাংলাদেশের আসন্ন নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করতে চলেছে বলেই জানিয়েছে টিআইবি। অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্য়া ১ হাজার ৯৮১। এদের মধ্য়ে আবার ২৪৯ জন প্রার্থী নির্দলীয়। এই প্রার্থীদের মধ্য়ে ২৫.৫ শতাংশ প্রার্থী দেনায় ডুবে রয়েছে। যাদের মিলিত ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। অবশ্য টিআইবি বলছে, গতবারগুলির নির্বাচনের তুলনায় এবার ঋণে ডুবে থাকা প্রার্থীর পরিমাণ অনেকটাই কম।
সংশ্লিষ্ট রিপোর্ট শতকোটি টাকার মালিক, এমন প্রার্থীদের কথাও তুলে ধরেছে টিআইবি। তারা জানিয়েছে, শতকোটি টাকার মালিক এমন প্রার্থী বিএনপি-তে রয়েছে মোট ১৮ জন। যেমন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী মহম্মদ আমিনুল ইসলাম স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ৬২০ কোটি টাকার মালিক। ফেনি-৩ আসনের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ৬০৭ কোটি টাকার মালিক। কুষ্টিয়া-৩ আসনের মহম্মদ জাকির হোসেন সরকার ৫৮১ কোটি টাকার মালিক।
শুধুই বিএনপি-তে এমন প্রার্থী রয়েছে, তা মোটেই নয়। ব্রাহ্মণবেড়িয়া-১ আসনের নির্দলীয় প্রার্থী এসএসকে একরামুজ্জামানের সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। টাঙ্গাইল-৮ আসনের নির্দলীয় প্রার্থী সালাহউদ্দিন আলমগীর প্রায় ২৮৩ কোটি টাকার মালিক। সব মিলিয়ে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণকারী কোটিপতি প্রার্থীর সংখ্য়া মোট ৮৯১ জন।