Plane Crash: অবতরণের আগেই ভেঙে পড়ল বিমান, আমেরিকায় মৃত ৬

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 09, 2023 | 10:31 AM

দুর্ঘটনায় মৃত ৬ জনই প্রাপ্ত বয়স্ক। আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার বিষয়ে জানিয়েছে, রানওয়ে থেকে ৩০০ ফুট দূরে ভেঙে পড়ে বিমানটি। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিংয়ের মাধ্যমে অবতরণের চেষ্টা করেছিল বিমানটি।

Plane Crash: অবতরণের আগেই ভেঙে পড়ল বিমান, আমেরিকায় মৃত ৬
ভেঙে পড়া বিমান

Follow Us

লস অ্যাঞ্জেলস: আমেরিকায় ভেঙে পড়ল ছোট আকারের বিমান। ভেঙে পড়ার পরই আগুন ধরে যায় ওই বিমানে। এর জেরে পাইলট সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে আমেরিকার লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের কাছে। সংবাদ সংস্থা সিএনএন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি লাস ভেগাস থেকে আসছিল। লস অ্যাঞ্জেলসের রিভারসাইড কাউন্টির কাছে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে ১৩৭ কিলোমিটার দূরে ভেঙে পড়ে। ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ ভেঙে পড়েছে বিমানটি।

দুর্ঘটনায় মৃত ৬ জনই প্রাপ্ত বয়স্ক। আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার বিষয়ে জানিয়েছে, রানওয়ে থেকে ৩০০ ফুট দূরে ভেঙে পড়ে বিমানটি। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিংয়ের মাধ্যমে অবতরণের চেষ্টা করেছিল বিমানটি। সেখানকার আবহাওয়া অবতরণের জন্য একেবারেই অনুকূল ছিল না। এর জেরে এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে।

 

এই বিমানবন্দরের কাছে কয়েক দিন আগে আরও একটি দুর্ঘটনা ঘটেছিল। ৪ জুলাই একটি ব্যক্তিগত বিমান ভেঙে পড়েছিল সেখানে। এর জেরে পাইলট-সহ ৪ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে পাইলটই ছিল প্রাপ্ত বয়স্ক। বাকি সকলেই ছিল নাবালক। শনিবার দুর্ঘটনায় বিমান ভেঙে সময়ই বিমানের পিছনের অংশে আগুন লেগে যায়। তা গিয়ে পড়ে মাঠে। তখন দাউ দাউ করে জ্বলতে থাকে বিমানটি। স্থানীয়দের তোলা এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কেন এই দুর্ঘটনা তার তদন্ত করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে এর বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হবে বলে জানানো হয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তরফে।

Next Article